ফাইনাল সরতে পারে লর্ডস থেকে। ছবি: টুইটার থেকে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। ঠিক ছিল ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। তবে সেই নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।
জুন মাসে ফাইনাল হওয়ার কথা। সেই সময় করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে পাল্টে যেতে পারে ফাইনালের মঞ্চ। আইসিসি-র তরফে এক সংবাদমাধ্যমকে বলা হয়, “খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে কোন মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে লর্ডসের কথা আইসিসি ভাবছে না, তা বলাই যায়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে কোথায় হবে ফাইনাল। কঠোর জৈব সুরক্ষা বলয় তৈরি করার কথাও ভাবা হচ্ছে, যেমন গত গ্রীষ্মে তৈরি করেছিল ইসিবি।”
সাউদাম্পটন এবং ম্যাঞ্চেস্টারের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ আয়োজন করেছিল ইংল্যান্ড। এই দুই মাঠের সঙ্গেই রয়েছে থাকার ব্যবস্থা। তবে ভারতের বিরুদ্ধে যে সিরিজ আয়োজন করতে চলেছে ইংল্যান্ড, তার জন্য ৫টি মাঠ তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।