রোহিতের সংযমী ইনিংসেই এল প্রথম জয়। ছবি: এএফপি।
দক্ষিণআফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার দুরন্ত ইনিংসের প্রশংসা করলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।এর আগে ও বহুবার ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ‘হিটম্যান’। রোহিতের একাধিক সেঞ্চুরির সাক্ষী থেকেছেন। কোহালির মতে, প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিতের অপরাজিত ১২২ রানের ইনিংসই সেরা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ম্যাচের আগে যে জায়গাগুলো চিন্তায় রাখল ভারতকে
আরও পড়ুন: ভারতের নেটে চমক বিরাটের অফস্পিন
ওয়ানডে ক্রিকেটে মোট তিনটি আন্তর্জাতিক ডাবল সেঞ্চুরি আছে রোহিতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের ২৩তম শতরান করে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে গিয়েছেন। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে কোহালি বলেন, ‘‘আমার মতে এটাই রোহিতের এখনও পর্যন্ত সেরা ইনিংস। কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচে চাপ থাকেই। সেই চাপ নিয়েও রোহিত যেভাবে খেলেছে, তা প্রশংসনীয়। ব্যাটসম্যান হিসেবে আমি জানি, ক্রিজে নেমে কয়েকটা বল বাউন্স করলে নিজেকে সংযত রাখা কঠিন। রোহিত শান্তভাবে ইনিংস গড়ার কাজ করে গিয়েছে।’’ উইকেটের একপ্রান্তে দাঁড়িয়ে থেকে রোহিত পার্টনারশিপ করে গিয়েছেন কখনও কোহালি, কখনও লোকেশ রাহুল আবার কখনও ধোনির সঙ্গে। ফলে প্রথম ম্যাচ জিততে সমস্যা হয়নি ভারতের।
কোহালি আরও বলেন “ চাপ কাটাতে অনেকসময়েই ব্যাটসম্যানআক্রমণাত্মক শট খেলে রান করার চেষ্টা করে। রোহিত সংযত ইনিংস খেলেছে। রোহিত প্রচুর অসাধারণ ইনিংস খেলেছে। তার মধ্যে এদিনের ইনিংসটাকেই আমি উপরের দিকেই রাখব।বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দেওয়ার মনোভাব না দেখিয়ে ও ইনিংস গড়ার কাজ করেছে। একজন পরিণত ব্যাটসম্যানেরপরিচয় দিয়েছে রোহিত।”
‘হিটম্যান’-এর কাছ থেকে এরকম আরও ইনিংস পাওয়া যাবেই বলে আশা করছেন ক্রিকেটভক্তরা। কোহালিও তাকিয়ে রোহিতের ব্যাটের দিকে।