কোহালির পাকিস্তানি ফ্যান। ছবি: টুইটার থেকে নেওয়া
পাকিস্তানের জার্সিতে ‘বিরাট কোহালি’। না, চিন্তার কিছু নেই, বিরাট কোহালি জার্সি বদল করেননি। আসলে প্রতিবেশী দেশে বিরাট কোহালির এক ফ্যানকে পাকিস্তানের জার্সিতে দেখা গিয়েছে সম্প্রতি। জার্সিতে লেখা ‘বিরাট’ ও জার্সি নম্বর ‘১৮’, যা কোহালি ব্যবহার করেন। সেই ছবি টুইট করেছেন পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিক।
ভারত-পাকিস্তান দুই দল যে অবস্থাতেই থাকুক, পরস্পরের বিরুদ্ধে মাঠে নামলে অন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্রিকেটার ও দর্শকদের মধ্যে। আগামী ১৬ জুন বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তবে ১৯৯২ সালে প্রথমবার মুখোমুখি হওয়া থেকে বিশ্বকাপে আজ পর্যন্ত এক বারও ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। এবারও সেই ধারা অব্যাহত রাখতে চান বিরাটরা।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে লাহৌরের রাস্তায় এভাবে পাকিস্তানের জার্সি আর তাতে বিরাটের নাম দেখে বেশ মজাই পাচ্ছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। তাই এই টুইট সামনে আসতেই ভাইরাল হতে সময় নেয়নি।
আরও পড়ুন : শৌচালয় ভেবে বিমানে এ কী করলেন পাকিস্তানি মহিলা!
আরও পড়ুন : চলন্ত ট্রেনে মালিশের ব্যবস্থা, সমালোচনার মুখে রেল