নতুন ওয়ানডে রেকর্ড কোহালির। ছবি- এএফপি
বিরাট কোহালি মানেই একের পর এক রেকর্ড। রবিবার ভারত-পাক ম্যাচে ভারত অধিনায়কের মুকুটে জুড়ল আরও একটি পালক। ওল্ড ট্র্যাফোর্ডে দ্রুততম ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
ভারত অধিনায়ক ২২২টি ইনিংস (২৩০ ওয়ানডে) খেলে এই রেকর্ড ছুঁলেন। এতদিন এই রেকর্ড ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকরের দখলে ছিল। তিনি ২৭৬ ইনিংস খেলে(২৮৪ ম্যাচ) এই নজির গড়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এই তালিকায় এখন তৃতীয় স্থানে নেমে গেলেন। তিনি ২৮৬ ইনিংসে(২৯৫ ম্যাচে) এই রেকর্ড স্পর্শ করেছিলেন।
এ দিন মাত্র ৫৭ রান করলেই এই রেকর্ড ছুঁয়ে ফেলতেন কোহালি। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট কথা বলল। ইনিংসের শুরুর দিকে মারমুখী মেজাজে ব্যাট না করলেও, হার্দিক পাণ্ড্য ফিরে যাওয়ার পরে খোলস ছেড়ে বেরোন তিনি। ভারতের ইনিংসের ৪৬.৪ ওভারে বৃষ্টি নামে। বৃষ্টি বন্ধ হয়ে খেলা ফের শুরু হলে মহম্মদ আমির ফেরান কোহালিকে। ৭৭ রান করেন বিরাট।