কোহালির দল অপরাজেয় নয়, শুনিয়ে দিলেন বর্ডার

বর্ডারের মতে, ভারতের মতো বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধেই বোঝা যাবে এই মুহূর্তে অস্ট্রেলিয়া ঠিক কোন জায়গায় রয়েছে। আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অ্যারন ফিঞ্চের দল এ বার কঠিন পরীক্ষার সামনে পড়তে চলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ০৫:৩৮
Share:

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে অন্যতম ফেভারিট ভারত। কিন্তু কিংবদন্তি অ্যালান বর্ডারের মতে অপরাজের নয় বিরাট কোহালির দল। ভারতীয় দলেও বেশ কিছু দুর্বলতা রয়েছে বলে মনে করছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। তবে তিনি মেনে নিয়েছেন, অস্ট্রেলিয়ার পক্ষে ভারতকে হারানো সহজ হবে না।

Advertisement

রবিবার বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া। দু’দলই এই মুহূর্তে দারুণ ছন্দে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারেরা। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতেছেন ১৫ রানে। সব মিলিয়ে টানা দশটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। শুধু তাই নয়। ভারতের মাটিতেই ভারতকে ৩-২ হারিয়ে গত মার্চে ওয়ান ডে সিরিজ জেতে অস্ট্রেলিয়া। তাই রবিবারের বিরাট বনাম স্মিথ দ্বৈরথ নিয়ে উন্মাদনা যখন তুঙ্গে, তখনই আইসিসি-র ওয়েবসাইটে নিজের কলামে বর্ডার লিখেছেন, ‘‘আমার মনে হয়, ভারত জেল ভেঙে বেরিয়ে এসেছে। দক্ষিণ আফ্রিকা ভাল খেললেও বেশি রান তুলতে পারেনি। ভারতের হয়ে একা রোহিত শর্মাই অধিকাংশ রান করে দিয়েছিল।’’ তিনি যোগ করেছেন, ‘‘ভারতীয় দল অপরাজেয় নয়। অনেক দুর্বলতা আছে। তবে বিরাট কোহালি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরার মতো বিশ্বসেরা ক্রিকেটারও আছে। বাকিরাও ভাল।’’

বর্ডারের মতে, ভারতের মতো বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধেই বোঝা যাবে এই মুহূর্তে অস্ট্রেলিয়া ঠিক কোন জায়গায় রয়েছে। আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অ্যারন ফিঞ্চের দল এ বার কঠিন পরীক্ষার সামনে পড়তে চলেছে। ইডেনে ইংল্যান্ডকে হারিয়ে ১৯৮৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক লিখেছেন, ‘‘সেরাটা না দিয়ে ম্যাচ জেতাটা ভাল। কিন্তু সব সময় সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভারত কিন্তু অস্ট্রেলিয়ার সামনে বড় বাধা হতে চলেছে।’’ তিনি যোগ করেছেন, ‘‘অস্ট্রেলিয়া যদি কয়েকটি কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলত, তা হলে দলের কোথায় সমস্যা, বুঝতে সুবিধে হত।’’

Advertisement

চলতি বিশ্বকাপে বৃহস্পতিবার পর্যন্ত যে দশটি ম্যাচ হয়েছে, তার কয়েকটি অপ্রত্যাশিত ফল হয়েছে। যেমন বাংলাদেশ হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অন্যতম ফেভারিট ইংল্যান্ড হেরেছে পাকিস্তানের কাছে। বর্ডারের মতে এ বারের বিশ্বকাপ যে কেউ জিততে পারে। তিনি লিখেছেন, ‘‘সব দলই প্রমাণ করেছে কেউ অপরাজেয় নয়। যে কেউ জিততে পারে। এই পরিস্থিতিতে ভবিষ্যদ্বাণী করা কঠিন।’’ বর্ডার আরও লিখেছেন, ‘‘কারা ভাল খেলবে তা নিয়ে আমাদের প্রত্যাশা রয়েছে। তবে কয়েকটিতে অপ্রত্যাশিত ফলও হয়েছে।’’ তিনি যোগ করেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের দিকে যেমন সবার নজর থাকবে। ভয়ঙ্কর দল। তবে অস্ট্রেলিয়া যে ভাবে শুরু করেছে তাতে আমি খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement