শোয়েবের ক্ষোভ, পাক প্রার্থনা শোনেননি বিরাটরা

কোহালিদের হারটা একেবারেই ভাল মনে নিতে পারেনি পাক জনতা। এমনকি সে দেশের প্রাক্তন তারকা ক্রিকেটাররাও ভারত বিরোধী স্রোতে গা ভাসিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০৩:৪৮
Share:

—ফাইল চিত্র।

বিশ্বকাপের রবিবাসরীয় মহারণে ইংল্যান্ডের কাছে বিরাট কোহালিরা হারায় তার সাংঘাতিক প্রতিক্রিয়া দেখা গেল প্রতিবেশী দেশে। ম্যাচ ভারত জিতলে পাকিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হত। তাই কোহালিদের হারটা একেবারেই ভাল মনে নিতে পারেনি পাক জনতা। এমনকি সে দেশের প্রাক্তন তারকা ক্রিকেটাররাও ভারত বিরোধী স্রোতে গা ভাসিয়েছেন।

Advertisement

প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার যেমন বলেছেন, ‘‘দেশভাগের পরে মনে হয়, রবিবারই প্রথম গোটা উপমহাদেশ ভারতের জয়ের জন্য প্রার্থনা করেছিল। হ্যাঁ আমি পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ— এই তিনটি দেশের কথাই বলছি। কিন্তু সব কিছু দেখে শুনে মনে হল, আমাদের এই প্রার্থনা ভারতীয় দলের হৃদয়ে পৌঁছয়নি।’’ এখানেই থামেননি শোয়েব। সঙ্গে জুড়েছেন, ‘‘পাকিস্তানও মনে হয় দেশ ভাগের পরে এই প্রথম ভারতকে সমর্থন করেছে। আমরা ধারণা, ভারতের উচিত ছিল পাকিস্তানকে সাহায্য করতে তাদের সেরা ক্রিকেটটা খেলার। কিন্তু সবাই দেখেছে যে, সেটা শেষ পর্যন্ত হয়নি।’’

শোয়েব তাও ইউটিউব চ্যানেলে রাখঢাক করে এ সব বলেছেন। কিন্তু আর এক প্রাক্তন পেস তারকা এবং অধিনায়ক ওয়াকার ইউনিস টুইটারে মন্তব্য করে বসেছেন, ‘‘তুমি কে সেটা ব্যাপার নয়। আসলে নিজের জীবনে তুমি কী করছ সেটাই গুরুত্বপূর্ণ। পাকিস্তান সেমিফাইনালে উঠল কি উঠল না, তা নিয়ে আমি ভাবিত নই। কিন্তু আমি নিশ্চিত যে, কয়েক জন চ্যাম্পিয়ন ক্রিকেটারের খেলোয়াড়ি মানসিকতার পরীক্ষা হয়ে গেল রবিবার এজবাস্টনে। আমি বলতে বাধ্য হচ্ছি যে, ওরা চূড়ান্ত ব্যর্থ।’’ বোঝাই যাচ্ছে যে, ওয়াকার একেবারে সরাসরি বিরাটদের খেলোয়াড়ি মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Advertisement

বাসিত আলি বলেছেন, ‘‘সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনও ব্যাপারে কাউকে দায়ী করাটা ঠিক নয়। কিন্তু একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে যা দেখেছি তাতে এই সিদ্ধান্তে আসতেই পারি। যে ভাবে রবিবার ধোনি (মহেন্দ্র সিংহ) শেষ ১০ ওভার ব্যাট করেছে, সেটাই অনেক কিছু স্পষ্ট করে দিচ্ছে। একেবারে শেষ ওভারে গিয়ে ওকে আমরা একটা ছয় মারতে দেখলাম। অথচ এই ছেলেটা ক্রিকেট বিশ্বে বিখ্যাত বড় শট নেওয়ার জন্য। আসলে ওরা পাকিস্তানকে সেমিফাইনালে খেলতে দেবে না ঠিক করেই মাঠে নেমেছিল।’’ পাকিস্তানের আর এক প্রাক্তন তারকা রশিদ লতিফও ভারতীয় দলের খেলা দেখে বিরক্তি গোপন করেননি। তাঁর প্রতিক্রিয়া, ‘‘এই ম্যাচের পরে কী আর বলার থাকতে পারে! সবাই খেলা দেখেছেন।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement