ICC World Cup 2019

কাল ২০০ ছোঁবেন, নিউজিল্যান্ড বধে শাকিবই বড় ভরসা মাশরাফির

শাকিব আল হাসানকে ঘিরে এখন স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজির গড়েছিলেন বাঁ হাতি অলরাউন্ডার। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে টাইগাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০১৯ ১৬:৪৪
Share:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০০ তম ম্যাচ খেলতে চলেছেন সাকিব । ছবি- এএফপি

শাকিব আল হাসানকে ঘিরে এখন স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজির গড়েছিলেন বাঁ হাতি অলরাউন্ডার। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে টাইগাররা। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে নতুন মাইলফলক ছোঁবেন তারকা অলরাউন্ডার। ওয়ানডে কেরিয়ারের ২০০-তম ম্যাচে নামতে চলেছেন তিনি। বাংলাদেশ ভক্তরা চান, ২০০ নম্বর ম্যাচ শাকিব স্মরণীয় করে রাখুন। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স তুলে ধরে বাঁ হাতি অলরাউন্ডার কিউয়িদের থামিয়ে দেবেন, এমনটাই মনে করছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শাকিবের ৭৫ রানের ইনিংসের জন্য ওয়ানডেতে সর্বাধিক রানের ইনিংস গড়তে পেরেছে বাংলাদেশ। সে দিনই দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫,০০০ রান ও ২৫০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। শাকিবের প্রশংসা করেছেন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তিনি বলেছেন, চাপের মুখে সেরাটা তুলে ধরতে পারেন শাকিব। আর টাইগাররা এখন আর বিশ্ব ক্রিকেটে ‘ভাই’ নয়। তাঁরাও ‘দাদা’দের সঙ্গে একই বন্ধনীতে বসতে পারে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউয়িদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে শতরান করেছিলেন শাকিব।

চলতি বছরের শুরুতে বাংলাদেশ গিয়েছিল নিউজিল্যান্ড সফরে। কিউয়িদের ঘরের মাঠে ৩-০ সিরিজ হারে বাংলাদেশ। আঙুলের চোটের জন্য সেই সিরিজে খেলেননি শাকিব। অনেকেই মনে করছেন, সেই সিরিজে শাকিব খেললে ফলাফল অন্যরকম হলেও হতে পারত। এমনটাই মনে করেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। শাকিব অবশ্য নিজেদের ক্ষমতায় বিশ্বাসী। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মতৃপ্ত নন টাইগাররা। শাকিব বলেন, “ আমরা জানি বড় টিমকে হারানোর দক্ষতা আছে আমাদের। ছেলেরা হাল্কা মেজাজে রয়েছে। মানসিক দিক দিয়ে আমরা খুব ভালো জায়গায় আছি এবং আমাদের অবস্থা যদি এরকম থাকে তাহলে আমরা টুর্নামেন্টে অনেকদূর পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা রাখি।’’

Advertisement

আরও পড়ুন: বিশ্বকাপে এত দেরিতে নামছে কেন ভারত? জেনে নিন আসল কারণ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement