নিজের দু’শোতম ম্যাচ স্মরণীয় করতে চান শাকিব

আজ, বুধবার দেশের হয়ে নিজের দু’শোতম ওয়ান ডে ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। তাঁর লক্ষ্য, নিউজ়িল্যান্ডকে হারিয়ে এই ম্যাচ তাঁর নিজের এবং দেশের কাছে স্মরণীয় করে তোলা। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ০৪:২০
Share:

শাকিবের নতুন রেকর্ড। ছবি: এএফপি।

আজ, বুধবার দেশের হয়ে নিজের দু’শোতম ওয়ান ডে ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান। তাঁর লক্ষ্য, নিউজ়িল্যান্ডকে হারিয়ে এই ম্যাচ তাঁর নিজের এবং দেশের কাছে স্মরণীয় করে তোলা।

Advertisement

এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে অঘটন ঘটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের ২১ রানে জয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল শাকিবের। তাঁর অসাধারণ ৭৫ রানের সৌজন্যে বাংলাদেশ ওয়ান ডে-তে সর্বোচ্চ রানের ইনিংস গড়ে ৬ উইকেটে ৩৩০ রান তুলেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৮ উইকেটে ৩০৯। শাকিব উইকেটও পান একটা (৫০ রান খরচ করে)। সেই সঙ্গে বিশ্ব ক্রিকেটের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে-তে পাঁচ হাজার রান এবং আড়াইশো উইকেট পাওয়ার নজির গড়েন।

আপাতত শাকিব ও বাংলাদেশের সামনে নিউজ়িল্যান্ডের চ্যালেঞ্জ। যারা তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ১০ উইকেটে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শাকিবের অতীতে বাংলাদেশকে জেতানোর নজির রয়েছে। সেটা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সে বার বাংলাদেশ পাঁচ উইকেটে জিতেছিল এবং সেঞ্চুরি করেছিলেন শাকিব। এ’বছরের শুরুতে এই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শাকিব অবশ্য আঙুলে চোট থাকায় খেলতে পারেননি। সেই সিরিজে বাংলাদেশ ০-৩ হেরেছিল। এ বার শাকিব থাকায় বাংলাদেশের শক্তি অনেকটা বেড়েছে বলে মনে করছে ক্রিকেট মহল।
শাকিব বলেছেন, ‘‘বিশ্বকাপের প্রস্তুতির সময় থেকে জানি, আমাদের সামনে কী কী চ্যালেঞ্জ আসবে। বাংলাদেশের এ বার প্রস্তুতি খুব ভাল হয়েছে। তাই পুরো দলটা আত্মবিশ্বাসী। আমাদের নিজেদের উপর আস্থা আছে। এ বার ইংল্যান্ডে আমরা খুব ভাল কিছু করতে চাই।’’ শাকিবের আরও মন্তব্য, ‘‘কোনও চ্যালেঞ্জকে ভয় পাই না। একই সঙ্গে আমরা নিজেদের চাপমুক্ত রেখেছি। জানি, বড় দলকে হারানোর মতো দক্ষতা আমাদের আছে। মানসিক ভাবেও এ বারের দলটা ভাল জায়গায় আছে। আমার মনে হয়, যে ভাবে এ বারের টুর্নামেন্টে খেলা শুরু করেছি, সেটা ধরে রাখতে পারলে আমরা অনেক দূর যাব।’’
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দু’শো বা তার বেশি ওয়ান ডে খেলেছেন দু’জন। আগামী কাল শাকিব সেই তালিকায় তৃতীয় ক্রিকেটার হতে যাচ্ছেন। মাশরফি মর্তুজা খেলেছেন ২১০টি ম্যাচ। মুশফিকুর রহিম ২০৬টি ম্যাচ। শাকিব অবশ্য নতুন মাইলস্টোন ছোঁয়ার আগে বলেছেন, ‘‘বিশ্বকাপে প্রথম ম্যাচে দলকে জেতাতে সাহায্য করতে পেরে আমি খুব খুশি। যদি সব ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি, তা হলে এমনিতেই আমার পরিসংখ্যান ভাল হবে। আমি সাধারণত পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাই না। তবে লোকে তা নিয়ে কথা বলতে থাকলে অবশ্যই ভাল লাগে।’’
বুধবার বাংলাদেশের কাজটা অবশ্য কঠিন। এই টুর্নামেন্টে নিউজ়িল্যান্ড বুঝিয়েছে যে, তারা খুব সংগঠিত দল। চোট থাকায় প্রথম ম্যাচে খেলতে পারেননি পেস বোলার টিম সাউদি ও উপরের দিকের ব্যাটসম্যান হেনরি নিকোলস। সাউদির জায়গায় খেলা ম্যাট হেনরি তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংস মাত্র ১৩৬ রানে শেষ করায় প্রধান ভূমিকা নিয়েছিলেন। তাদের দুই ওপেনার কলিন মুনরো ও মার্টিন গাপ্টিল দলকে জিতিয়ে দেন। জয়ের রান তুলে ফেলে ১৬.১ ওভারে। নিউজ়িল্যান্ড ২০১৫ বিশ্বকাপের রানার্স। এ বার নিউজ়িল্যান্ডের অন্যতম অস্ত্র পেস বোলার লকি ফার্গুসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি তিন উইকেট নেন। দলের অন্যতম তারকা ব্যাটসম্যান গাপ্টিল বলেছেন, ‘‘শুরুটা ভাল হবে এমন একটা প্রত্যাশা আমাদের ছিল। এখন আমাদের দায়িত্ব, শুরুর এই ছন্দ ধরে রাখা। পরের কয়েকটা ম্যাচেও প্রথমে বল করার সুযোগ পেলে আমার ধারণা, এই ছন্দ ধরে রাখা আমাদের পক্ষে সহজ হবে। সেটা হলে আমাদের প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা সহজে রান তুলতে পারবে বলে মনে হয় না।’’ গাপ্টিল আরও বলেছেন, ‘‘প্রতিপক্ষকে কম রানে আউট করতে পারলে আমরাও একটু বেশি স্বাধীনতা নিয়ে ব্যাট করতে পারব। প্রথম ম্যাচে আমরা যেটা পেরেছি। আমার ধারণা এ বারের বিশ্বকাপে নিউজ়িল্যান্ড বেশ ভাল ফল করবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement