ফিল্ডিংয়ে দ্রুত উন্নতি চাই, দাবি আফ্রিদির

বুধবার রাতে আফ্রিদির টুইট, ‘‘ফিল্ডিং ভাল হলে ৭০-৮০ শতাংশ ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়। আগামী ম্যাচের আগে ফিল্ডিং মজবুত করতে হবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০১৯ ০৫:০২
Share:

শাহিদ আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ রানে পাকিস্তানকে হারতে দেখে হতাশ প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ। তার আগে দলকে সতর্ক করে দিলেন আফ্রিদি।

Advertisement

বুধবার রাতে আফ্রিদির টুইট, ‘‘ফিল্ডিং ভাল হলে ৭০-৮০ শতাংশ ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়। আগামী ম্যাচের আগে ফিল্ডিং মজবুত করতে হবে।’’ দলের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট হতে পারছেন না আফ্রিদি। ক্রিজে থিতু হওয়ার পরে আউট হন ইমাম-উল-হক (৫৩), বাবর আজ়ম (৩০) ও মহম্মদ হাফিজ় (৪৬)। তাঁরা টিকে থাকলে ম্যাচটি জেতার সম্ভাবনা ছিল পাকিস্তানের। কারণ, শেষ সাত ওভার বাকি থাকতে ওভার প্রতি সাত রান করে প্রয়োজন ছিল সরফরাজ়ের দলের। ওয়াহাব রিয়াজ় (৪৫) সেই সময় আউট না হলে ম্যাচটি হয়তো জিততেও পারত পাকিস্তান। কিন্তু মিচেল স্টার্কের গতি ও বাউন্স সামলাতে না পেরে অ্যালেক্স ক্যারির তালুবন্দি হন ওয়াহাব। স্টার্কই ফিরিয়ে দেন মহম্মদ আমিরকে। রান আউট হন সরফরাজ়।

আফ্রিদি জানিয়েছেন, এ ভাবে ৩০-৪০ রান করে আউট হওয়া চলবে না। তাঁর কথায়, ‘‘ম্যাচ জিততে গেলে উইকেট ছুড়ে দিলে চলবে না। ৩০-৪০ রান করে আউটও হওয়া যাবে না। ক্রিজে এক বার ‌থিতু হয়ে গেলে বড় ইনিংস খেলে দলকে ভাল জায়গায় পৌঁছে দিতে হবে।’’

Advertisement

বৃহস্পতিবার ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় ক্রিকেটপ্রেমীদের আশঙ্কা, ভারত-পাক ম্যাচেও যেন একই ঘটনা না ঘটে। টুইটারে এক দলের দাবি, ‘‘এখন থেকেই ম্যাঞ্চেস্টারের মাঠকর্মীরা সতর্ক থাকুক। মাঠ ঢেকে রাখুক। বৃষ্টি হলেও যেন মাঠের কোনও ক্ষতি না করতে পারে। এ ভাবে ম্যাচ বাতিল হতে থাকলে শেষ চারের রাস্তা কঠিন হয়ে যাবে দু’দলের কাছেই।’’

আরেক দলের দাবি, ‘‘বিশ্বকাপের বাকি ম্যাচগুলো ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। এখানে বৃষ্টি হচ্ছে না। অন্তত পাকিস্তান-ভারত ম্যাচ যেন বৃষ্টিতে ভেস্তে না যায়।’’

শোনা যাচ্ছে ম্যাঞ্চেস্টারে নাকি ও দিন বৃষ্টি হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement