অন্য ভূমিকায় সচিন তেন্ডুলকর। ছবি: রয়টার্স।
কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট কারা? দেওয়াললিখন এখন স্পষ্ট হয়ে গেলেও শেষ চারের দৌড়ে অঙ্কের হিসেবে পাকিস্তান এখনও বেঁচে রয়েছে।
বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে যে এরকমই একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে, তা একমাসেরও বেশি আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন ‘মাস্টার ব্লাস্টার’। একটি নামী ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সক্ষাৎকারে সচিনের দিকে ছুড়ে দেওয়া হয়েছিল প্রশ্ন, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছবে কারা? যার জবাব সচিন বলেছিলেন, ‘‘ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়া উচিত। চতুর্থ দল হিসেবে শেষ চারে পৌঁছতে পারে নিউজিল্যান্ড অথবা পাকিস্তান।’’
সচিনের ভবিষ্যদ্বাণী এখন হুবহু মিলে গিয়েছে। তবে কি তিনি ক্রিকেটের নস্ত্রাদামুস? যা বলেন, সেটাই মিলে যায়। মেগা টুর্নামেন্টের আগে সেই ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন সচিন। ভারতের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সচিন বলেছিলেন, ‘‘পাঁচ নম্বরে ব্যাট করতে আসা উচিত ধোনির।’’ পাঁচ নম্বরে ধোনি এলে উপকৃত হবে ভারত। বাকিদের পরিচালিত করতে পারবেন বহু যুদ্ধের সৈনিক ধোনি।
আরও পড়ুন: চূড়ান্ত সমালোচিত ধোনির পাশে এ বার ক্লার্ক, কী বললেন তিনি?
আরও পড়ুন: মন্তব্যে ক্ষোভ, মঞ্জরেকরকে তোপ জাডেজার
সচিনের যুক্তি ছিল, ধোনির পরেই হার্দিক পাণ্ড্যকে নামানো উচিত। পাণ্ড্য ঝোড়ো ব্যাটিং করতে পারেন। সেই কারণেই সচিন পাণ্ড্যকে ছ’ নম্বরে ব্যাট করতে পাঠানোর কথা বলেছিলেন সেই সময়ে। চলতি বিশ্বকাপে পাণ্ড্যকে বিভিন্ন জায়গায় পরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে ভারতের টিম ম্যানেজমেন্ট শেষের দিকে ব্যাটে ঝড় তোলার জন্য পাণ্ড্যকেই ভাবছে। এ ক্ষেত্রেও বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে করা সচিনের মন্তব্য মিলে যাচ্ছে। ‘লিটল মাস্টার’-এর সেই সাক্ষাৎকার পড়ে রীতিমতো বিস্মিত কংগ্রেসের সাংসদ শশী থারুর। সচিনের উত্তর জানার পর অবাক ক্রিকেটমহলও।