প্রস্তুতিতে ফিঞ্চ। গেটি ইমেজেস
সদ্য ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার অ্যাশলে বার্টি। ব্যাট ছেড়ে র্যাকেট ধরেই গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বাদ পেয়েছেন তিনি। তাঁকে নিয়ে উৎসবে মেতে উঠেছে টেনিস দুনিয়া। বার্টির এই সাফল্যে উচ্ছ্বসিত অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গার। এমনকি মহিলা টেনিস তারকাকে দেখেই অনুপ্রাণিত ল্যাঙ্গার। দলের প্রত্যেককে অনুরোধ করেছেন বার্টিকে দেখে যেন তাঁরাও অনুপ্রাণিত হয়।
বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার। তার আগে কোচ ল্যাঙ্গারের বার্তা, ‘‘ফরাসি ওপেনে অ্যাশলে বার্টি অসাধারণ খেলেছে। আমি ওর খেলা দেখে মুগ্ধ। প্রত্যেককে ওর ম্যাচ দেখার জন্য অনুরোধ করেছি। ওর হার-না-মানা মানসিকতা আমাকে অনুপ্রাণিত করেছে। প্রত্যেকে বার্টিকে দেখে মুগ্ধ। বিশ্বকাপে ও-ই অনুপ্রেরণা।’’
পাকিস্তান ম্যাচের আগে দুঃসংবাদ অস্ট্রেলীয় শিবিরে। চোটের জন্য সে ম্যাচে খেলতে পারবেন না অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস। তাঁর পরিবর্তে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে মিচেল মার্শকে।
রবিবার ওভালে ভারতের বিরুদ্ধে ম্যাচেই কোমরের এক পাশে চোট পান স্টোয়নিস। তাঁর চোটের গুরুত্ব অনুযায়ী মার্শের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি স্টোয়নিসকে দেশে ফিরিয়ে দেওয়া হয়, তবেই ১৫ জনের দলে সুযোগ পাবেন মার্শ।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘‘কোমরের পাশে চোট পেয়েছে স্টোয়নিস। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ওকে পাচ্ছি না। ওর পরিবর্ত এখনও ঠিক করা হয়নি।’’
স্টোয়নিস চোট পাওয়ায় যে মার্শকে উড়িয়ে আনা হয়েছে তাও জানিয়ে দিলেন অধিনায়ক ফিঞ্চ। তিনি বললেন, ‘‘স্টোয়নিসের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তাই মিচেল মার্শকে উড়িয়ে আনা হয়েছে। এমনিতেই শুক্রবার অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ডে আসতে হত ওকে।’’
তবে পাকিস্তানের বিরুদ্ধে মার্শের খেলা হচ্ছে না। স্টোয়নিস না থাকায় ব্যাটিং অর্ডারে যে পরিবর্তন হতে পারে তা মানছেন সহকারী কোচ রিকি পন্টিংও। কারণ যে শুধুই স্টোয়নিসের চোট তা কিন্তু নয়। ভারতের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ৩০০ রানের উপর অস্ট্রেলিয়া করলেও ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন পন্টিং। তিনি বলেছেন, ‘‘ভারতের বিরুদ্ধে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। ব্যাটিংয়েও বেশ কিছু সমস্যা দেখা গিয়েছে। প্রথম দশ ওভারে পাওয়ারপ্লে থাকা সত্ত্বেও আমরা সে রকম রান করতে পারিনি। মাঝের ওভারগুলোতেও কিছু রান হলেও ম্যাচটি জেতা কঠিন হয়ে গিয়েছিল। আগামী ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হতে পারে।’’
ওয়ার্নার হাফসেঞ্চুরি পেলেও তাঁর ইনিংসে ক্ষুব্ধ পন্টিং। ৫৬ রান করতে ৮৪ বল নেন ওয়ার্নার। অন্য দিকে রান আউট হয়ে দলের সমস্যা আরও বাড়ান ফিঞ্চ। পন্টিং বলছিলেন, ‘‘খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে রান আউট হয়েছে ফিঞ্চ। ঠিক সেই সময় ছন্দে ব্যাট করতে শুরু করেছিল দু’জনে। ওদের মধ্যে একজনকে বড় রান করতে হত।’’
কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিং জুটি হয়তো বদলাবে না অস্ট্রেলিয়া। পন্টিং বলেছেন, ‘‘বিশ্বের অন্যতম সেরা ওপেনিং জুটি আমাদের রয়েছে। গত পাঁচ, ছয় মাসে ফিঞ্চ প্রমাণ করেছে ও কতটা ভয়ঙ্কর হতে পারে। ওয়ার্নারও রান পেতে শুরু করেছে। শেষ ম্যাচে হারলেও আগামী ম্যাচে আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে।’’ এ দিকে ফিঞ্চ ঠিক করতে পারছেন না স্টোয়নিসের পরিবর্তে কাকে দলে নেবেন। ‘‘স্টোয়নিসের পরিবর্তে অতিরিক্ত ব্যাটসম্যান খেলিয়ে ম্যাক্সওয়েলকে দিয়ে দশ ওভার বল করানো যেতে পারে। নয়তো অতিরিক্ত বোলার খেলানো যেতে পারে। সে ক্ষেত্রে ছয় নম্বরে নামবে অ্যালেক্স ক্যারি।’’
মঙ্গলবার পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস। বুধবার সকাল থেকে টনটনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পূর্বাভাসে বৃষ্টি নেই।