ছবি: এএফপি।
শুক্রবার বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়া তাঁর কাছে খুব দুর্ভাগ্যজনক। দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে। তবে পাক অধিনায়ক সরফরাজ় আহমেদ মনে করেন, তাতে দলের মনোবলে কোনও পরিবর্তন হবে না।
আগামী বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পাকিস্তান। তার আগে সরফরাজ় মনে করছেন, দলের লড়াকু মনোভাব ধরে রাখাই তাঁর কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেছেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে দলের মনোবল অনেক চাঙ্গা হয়ে গিয়েছে। ফলে আমরা চাইছিলাম যত বেশি সংখ্যক ম্যাচ খেলতে পারব, তাতে ক্রিকেটারদেরই সুবিধা হবে। তবে আবহাওয়ার কারণে সেই ইচ্ছা পূর্ণ হয়নি।’’ আরও যোগ করেছেন, ‘‘আমার বিশ্বাস, অস্ট্রেলিয়া ম্যাচ পর্যন্ত দলের এই ইতিবাচক মনোভাব বজায় থাকবে।’’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে মাঠে খেলবে পাকিস্তান, সেই টনটনের পিচ কিন্তু যথেষ্ট ব্যাটিং সহায়ক। সেই তথ্য মাথায় রেখে এখন থেকেই সতর্ক থাকছেন পাক অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপে অন্য দলগুলির মতো অস্ট্রেলিয়াও খুব কঠিন প্রতিপক্ষ। তবে আমরা হাতে কয়েকটা দিন সময় পাব নিজেদের তৈরি করে নিতে। কাল ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচ দেখেও আমরা নিজেদের রণকৌশল আরও ভাল ভাবে সাজিয়ে নিতে পারব।’’ তবে তিনি এও মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তান সম্পর্কেও সতর্ক থাকতে হবে অস্ট্রেলিয়াকে। সরফরাজ় বলেছেন, ‘‘আমরাও কিন্তু কারও চেয়ে কোনও অংশে পিছিয়ে নেই। বিশেষ করে, ইংল্যান্ডকে হারানোর পরে পাক দলের সকলেই মনে করছে আমরাও যে কোনও শক্তিধর দলের বিরুদ্ধে জিততে পারি। এই ইতিবাচক মানসিকতাই অধিনায়ক হিসেবে আমার কাছে বড় প্রাপ্তি।’’ ইংল্যান্ডের বিরুদ্ধে দলের দুই অভিজ্ঞ পেসার মহম্মদ আমির এবং ওয়াবাব রিয়াজ় দুর্দান্ত বোলিং করেছিলেন। আত্মবিশ্বাসী সরফরাজ় মনে করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও গতি দিয়েই তাঁরা ডেভিড ওয়ার্নারদের মোকাবিলা করতে পারবেন।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।