ICC World Cup 2019

বল কি মাটিতে! লিটনের আউট নিয়ে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ

বাংলাদেশের ওপেনার লিটন দাসের আউট নিয়ে বিতর্ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ১৮:০১
Share:

লিটনের আউট নিয়ে বিতর্ক। ছবি: পিটিআই

বাংলাদেশের ওপেনার লিটন দাসের আউট নিয়ে বিতর্ক। আজ, সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ৪.২ ওভারে আফগান স্পিনার মুজিবের বলে কভারে ক্যাচ দেন লিটন।

Advertisement

সেই ক্যাচ নিয়েই যত বিতর্ক। হাসমাতুল্লাহ শাহিদি ঝাপিয়ে পরে সেই ক্যাচ তুলে নেন। কিন্তু মাঠের আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরো সেই ক্যাচ নিয়ে দ্বিধায় পড়েন।তৃতীয় আম্পায়ার আলিম দারের সাহায্য চান তাঁরা। আলিম দীর্ঘ সময় ধরে রিপ্লে দেখার পরেও আউট দিয়ে দেন লিটনকে।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে গ্যালারিতে বিয়ের প্রস্তাব, ভাইরাল ভারতীয় ফ্যান ও তাঁর গালফ্রেন্ডের ভিডিয়ো​

Advertisement

টিভিতে লিটনের ক্যাচ দেখে মনে হয়েছে,ক্যাচ লোফার আগে বল মাটি ছোঁয়।বাংলাদেশের সমর্থকরাও লিটনের আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাঁরা মনে করেন আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক নয়। বল মাটি ছোঁয়ার পরেই শাহিদির হাতে এসেছে।

সেমিফাইনালের পাসপোর্ট জোগাড় করার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। আফগানদের হারানোর কিছুই নেই। তারা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপের ব্যর্থদের একাদশে এক ভারতীয়ও! দেখে নিন গোটা দল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement