ICC World Cup 2019

মাহমুদউল্লাহ-র চোট আশঙ্কা বাড়াচ্ছে পড়শি শিবিরে

মাহমুদউল্লাহ-র চোট নিয়ে সংশয়। নেটে ব্যাট করলেও তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বাংলাদেশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ১১:১৪
Share:

আশঙ্কা বাড়াচ্ছে মাহমুদউল্লাহর চোট। ছবি: এএফপি

২৪ জুন আফগানিস্তান ম্যাচে কাফ মাসলে চোট পান বাংলাদেশের আক্রমণাত্মক ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। বাংলাদেশের ফিজিও থিয়ান চন্দ্রমোহন জানিয়ে ছিলেন চোট সারতে সময় লাগবে সাত থেকে ১০ দিন। তাই আজকের ম্যাচে তাঁকে পাওয়ার আশা করতেই পারেন অধিনায়ক মর্তুজা। গত দু’দিন মাহমুদউল্লাহকে নেটে ব্যাট করতেও দেখা গেছে। তবে তাঁর মতো অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক। তাঁদের মতে, ভারত ম্যাচে না পেলেও পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে পাওয়া ভীষণ জরুরি। দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানিয়েছেন, মাহমুদউল্লাহ-র খেলার সম্ভবনা ৫০-৫০।

Advertisement

সকালের ফিজিও রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে মাহমুদউল্লাহকে নিয়ে। যদি একান্তই তিনি খেলতে না পারেন, তবে তাঁর জায়গায় তৈরি রাখা হচ্ছে সাব্বির রহমান ও মোহাম্মাদ মিঠুনকে। তবে অভিজ্ঞ সাব্বিরের খেলার সম্ভবনাই বেশি। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তুজার চোট থাকলেও তাঁর খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই বলে তিনি নিজেই জানিয়েছেন। বাংলাদেশের ব্যাটিং গভীরতায় মাহমুদউল্লাহ-র গুরুত্ব যথেষ্ট বেশি। তাঁকে পাওয়ার শেষ চেষ্টা যে বাংলাদেশ টিম করবে ভারতের বিরুদ্ধে তা বলাই বাহুল্য। আর বড় টিমের বিরুদ্ধে মাহমুদউল্লাহর ব্যাট যে কতটা কার্যকরী তা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বুঝিয়ে দিয়েছেন তিনি। সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেলেও তাঁর করা ৫০ বলে ৬৯ রান লড়াইয়ে রেখে ছিল শেষ পর্যন্ত বঙ্গব্রিগেডকে।

ভারত এই ম্যাচে চাইবে গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের জবাব দিতে। বিজয় শঙ্করের চোট দলে মায়ঙ্ক আগরওয়ালকে সুযোগ করে দিলেও তাঁর খেলার সম্ভবনা নেই। চার নম্বরে ঋষভ পন্থের উপরেই ভরসা রাখছে কোহালি বাহিনী। তবে চাপ বাড়বে রাহুলের ওপর, কারণ মায়াঙ্ক আসা মানে ওপেনিং-এ একজন প্রতিদ্বন্দ্বী বাড়ল তাঁর। আজকের ম্যাচে তাঁর ব্যাটে রান দেখতে চাইবে ভারতবাসী কারণ ভারতের মিডল অর্ডার এখনও বেশ চিন্তার জায়গা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement