পরীক্ষা: চাপের মধ্যেও মুখে হাসি ডুপ্লেসির। মঙ্গলবার। এএফপি
ভারতের বিরুদ্ধে ম্যাচের ২৪ ঘণ্টা আগে চোটে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা শিবির। বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন ডেল স্টেন। ভারতের বিরুদ্ধে ম্যাচে নেই লুনগি এনগিডিও। এই অবস্থায় বাধ্য হয়ে নতুন পরিকল্পনার দ্বারস্থ হতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসে ডুপ্লেসি বলে যান, ‘‘আমাদের প্ল্যান ‘এ’ পুরোপুরি ভেস্তে গিয়েছে। এ বার প্ল্যান ‘বি’র সাহায্য নিতে হবে।’’ দক্ষিণ আফ্রিকার প্ল্যান ‘এ’ ছিল, তাদের সেরা ফাস্ট বোলারদের এক সঙ্গে মাঠে নামানো। যেটা সম্ভব হচ্ছে না চোটের জন্য।
প্ল্যান ‘বি’ তা হলে কী হতে চলেছে? ডুপ্লেসির কথায় পরিষ্কার, তাঁদের রসদ খুঁজতে হবে অলরাউন্ডার এবং স্পিনারদের মধ্যে থেকে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের প্রথমে পরিকল্পনা ছিল কেউ চোট পেয়ে গেলে রিজার্ভ বেঞ্চ থেকে অ্যানরিখ নর্টিয়া-কে খেলানো। ও ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের উপরের গতিতে বল করতে পারত। এ বার আমাদের অলরাউন্ডারদের দিকে তাকাতে হবে। ভাবতে হবে, দু’জন অলরাউন্ডার খেলাব, নাকি দু’জন স্পিনারকে সুযোগ দেব।’’
দক্ষিণ আফ্রিকার পক্ষে একটাই আশার খবর, হাসিম আমলার সুস্থ হয়ে যাওয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জোফ্রা আর্চারের বলে মাথায় চোট লাগে আমলার। যে কারণে পরের বাংলাদেশ ম্যাচে খেলতে পারেননি তিনি। এ বার অবশ্য দলের চিকিৎসক ছাড়পত্র দিয়েছেন আমলার
খেলার ব্যাপারে।
এমনিতেই বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকাকে কেউ ফেভারিটদের তালিকায় ধরেননি। তার উপরে প্রথম দুটো ম্যাচে হারের পরে ডুপ্লেসিদের নিয়ে হা-হুতাশই চলছে বেশি। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাল ছাড়তে নারাজ। তিনি বলছেন, ‘‘আমাকে বিশ্বাস করতেই হবে যে, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। এই অবস্থা থেকেও কাপ জয় সম্ভব।’’
ডুপ্লেসির আপাতত লক্ষ্য, ভারত ম্যাচের আগে দলের মানসিকতায় উন্নতি করা। তিনি বলে দিয়েছেন, ‘‘ভারতের মতো শক্তিশালী একটা দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে আমাদের। আমি এখন চেষ্টা করব, ম্যাচের আগে দলকে চাঙ্গা করতে।’’ নিজেদের সামনে এখন কী লক্ষ্য, সেটাও পরিষ্কার করে দিয়েছেন ডুপ্লেসি। বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য হল, ছ’টা ম্যাচ জেতা। তা হলেই মনে হয় সেমিফাইনালে চলে যেতে পারব। আমাদের হাতে আছে আর সাতটা ম্যাচ।’’
ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে সেই রাস্তায় হাঁটা শুরু করতে চান ডুপ্লেসি। কিন্তু দক্ষিণ আফ্রিকা অধিনায়কও জানেন, কাজটা কতটা কঠিন। তবু ডুপ্লেসি বলেছেন, ‘‘বিশ্বকাপে কোনও ম্যাচই সোজা নয়। কাল থেকেই আমরা জয়ের রাস্তায় ফিরতে চাই।’’