ICC World Cup 2019

বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট প্রাপকদের তালিকার প্রথম চারে নেই কোনও ভারতীয়!

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারির নাম ম্যাকগ্রা। তাঁর ঠিক পিছনেই রয়েছেন শ্রীলঙ্কার অফস্পিনার মুথাইয়া মুরলীধরন।

বল হাতে অনন্য রেকর্ড।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০১৯ ২১:৪৬
Share:
Advertisement

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা যে কোনও ব্যাটসম্যানেরই রাতের ঘুম কেড়ে নিতেন। সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারার মতো বিখ্যাত ব্যাটসম্যানদের সঙ্গে ম্যাকগ্রার ডুয়েল ছিল দেখার মতো। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারির নাম ম্যাকগ্রা। তাঁর ঠিক পিছনেই রয়েছেন শ্রীলঙ্কার অফস্পিনার মুথাইয়া মুরলীধরন। যুবরাজ সিংহ বলেছিলেন, মুরলীকে খেলতে বেগ পেতে হয়েছিল তাঁকে। মুরলীকে খেলতে অনেকেই সমস্যায় পড়েছিলেন।

ভারতের বাঁ হাতি পেসার জাহির খান এই তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। ভারতীয়দের মধ্যে অবশ্য সবার আগে তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement