ICC World cup 2019

‘ভারতের সঙ্গে ম্যাচের আগে পিত্জা, বার্গার খাচ্ছিল পাকিস্তান টিম’

‘ম্যাচের আগের রাতে পাকিস্তানি টিম বার্গার পিত্জা খাচ্ছিল। ফিটনেসের দিকে এদের কোনও নজর নেই'

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০১৯ ১৯:০৪
Share:

টিমের বিরুদ্ধে বার্গার খাওয়ার অভিযোগ পাকিস্তান ফ্যানের। ছবি : টুইটার থেকে নেওয়া।

বিশ্বকাপের হারের ধারা অব্যাহত রেখে ভারতের কাছে যথারীতি পরাস্ত পাকিস্তান। এবারও ম্যাচের প্রথম ৫-৬ ওভার ছাড়া পাকিস্তানকে কখনই ভারতের ওপর বিশেষ কোনও চাপ তৈরি করতে দেখা যায়নি। তাই স্বাভাবিক ভাবেই পাকিস্তানের ক্রিকেট ফ্যানদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে দলকে। তবে এক ফ্যানের অভিযগের যে ভিডিয়ো সামনে এল তা যদি সত্যি প্রমাণ হয়, তবে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের আরও কটাক্ষের মুখে পড়তে হবে।

Advertisement

ম্যাচের পরই পরই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে পাকিস্তানের এক ক্রিকেট ভক্ত অভিযোগ করছেন, ‘ম্যাচের আগের রাতে পাকিস্তানি টিম বার্গার পিত্জা খাচ্ছিল। ফিটনেসের দিকে এদের কোনও নজর নেই। এখানে গোটা দেশ দলের ওপর আশা ভরসা করে রয়েছে, আর এরা বার্গার, পিত্জা খেয়ে যাচ্ছে। এদের ক্রিকেট না খেলিয়ে কুস্তি লড়ানো উচিত। কী করতে এসেছে এরা এখানে?’

ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, ভিডিয়োটি। আর এই ভিডিয়োটিকে ঘিরে মজাও করছেন ভারতীয় ফ্যানেরা।

Advertisement

আরও পড়ুন : মেসেজের উত্তর দিচ্ছে চ্যাটবট, বুঝতেই পারলেন না বান্ধবী

আরও পড়ুন : ঝালমুড়ির পর এবার ভাইরাল ভোজপুরি গান ‘জিলা টপ লাগেলু’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement