বিস্ময়: বল লেগেও বেল পড়ল না। পরীক্ষা ধোনির। ছবি: এএফপি।
যশপ্রীত বুমরার প্রথম বলেই হয়তো ফিরে যেতে পারতেন ডেভিড ওয়ার্নার। বুমরার বল ওয়ার্নারের ভিতরের দিকে সুইং করে। বাঁ-হাতি ওপেনারের ব্যাটে বল লেগে স্টাম্প ছুঁয়ে চলে যায় পেছনের দিকে। উইকেটে বল লাগা সত্ত্বেও বেল পড়ল না। চলতি বিশ্বকাপে এই নিয়ে পঞ্চম বার উইকেটে বেল লাগা সত্ত্বেও বেল পড়ল না।
ক্রিকেটমহলে প্রশ্ন, ইদানীং এই সমস্যার কারণ কী? আইপিএলেও একই ধরনের বেল ব্যবহার করা হত। সেখানেও বেশ কয়েক বার এই ঘটনার সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। ওয়ার্নারের এই ঘটনার পরে উত্তাল বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। অনেকে বেলের সঙ্গে দু’টি ইট বেঁধে সেই ছবি আপলোড করেছেন। নিউজ়িল্যান্ড অলরাউন্ডার জিমি নিশামের ব্যাখ্যা, ‘‘বর্তমানে বেলে আলো জ্বলে। সেই আলো জ্বালানোর জন্য বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জামের প্রয়োজন। তার জন্য বেল ভারী হয়ে যেতে পারে। তাই আজকাল উইকেটে লেগেও বেল পড়ছে না।’’
এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কী? জিমির ব্যাখ্যা, ‘‘যদি বেল সামান্য সরু করে দেওয়া যায়, তা হলে হয়তো এই সমস্যা মিটবে।’’ প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারও এ বিষয়ে ক্ষুব্ধ। তাঁর টুইট, ‘‘বিশ্বকাপেই পঞ্চম বার দেখলাম, স্টাম্পে বল লাগল অথচ বেল পড়ল না। সারা জীবনে পাঁচ বার এই ঘটনা ঘটতে দেখিনি। প্রতিযোগিতার দশ দিনের মধ্যেই পঞ্চম বার একই ঘটনা ঘটল। বিষয়টি নিয়ে ভাবার সময় হয়ে গিয়েছে।’’
ক্রিকেট সমর্থকদের মধ্যে একজন বেলের এই সমস্যা নিয়ে সব চেয়ে হাস্যকর ব্যঙ্গ করেছেন। দাড়ি-পাল্লার একদিকে তিনি রেখেছেন ডব্লিউডব্লিউই তারকা রিকিশি ও বিগ শো’কে। অন্য দিকে তিনি রেখেছেন বর্তমান প্রযুক্তির বেল। তিনি দেখাচ্ছেন, বিগ শো ও রিকিশির ওজনের থেকেও বেলের ওজন বেশি। তাঁর এই পোস্টার নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।