রাসেলদের উপদেশ লয়েডের, আরও ‘হোমওয়ার্ক’ করো প্রতিপক্ষকে নিয়ে

এখানেই থামেননি লয়েড। তাঁর আরও কথা, ‘‘নেথান কুল্টার-নাইলের অত রান করে যাওয়ার মূলে আমাদের বোলারদের এলোমেলো বোলিং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০৪:৪৫
Share:

কিংবদন্তি: বিশ্বকাপের স্মারক হাতে ক্লাইভ লয়েড। ছবি: গেটি ইমেজেস

দু’বারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ লয়েড সতর্ক করে দিলেন ক্রিস গেলদের। সোমবার ওয়েস্ট ইন্ডিজ তাদের তৃতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এ বারের টুর্নামেন্টে হাসিম আমলারা যতই খারাপ খেলুন তাঁদের দুর্বল ভাবা মারাত্মক ভুল বলে মনে করেন লয়েড।

Advertisement

প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেছেন, ‘‘ছেলেরা যেন মনে রাখে, সোমবার দক্ষিণ আফ্রিকা মরিয়া চেষ্টা চালাবে। কারণ আমাদের কাছে হারলে ওদের শেষ চারে খেলার আশা বিশেষ থাকবে না। তাই সহজে দক্ষিণ আফ্রিকা হার মানবে না। আমাদেরও যে কারণে অতিরিক্ত সতর্ক হয়ে খেলতে হবে।’’ লয়েডের কথা, ‘‘দেখা দরকার, অস্ট্রেলিয়া ম্যাচে ঠিক কোথায় কোথায় আমাদের ভুলটা হয়েছিল। আমার মনে হয়েছে, হারের কারণ শেষ দিকে আমাদের বোলারদের ভাল বল করতে না পারা। এটা কিন্তু এক ধরনের শৃঙ্খলাহীনতা। অথচ রাসেলরা (আন্দ্রে) শুরুটা সত্যিই দারুণ করেছিল। বারবার কিন্তু এটা হতে দেওয়া যাবে না।’’

এখানেই থামেননি লয়েড। তাঁর আরও কথা, ‘‘নেথান কুল্টার-নাইলের অত রান করে যাওয়ার মূলে আমাদের বোলারদের এলোমেলো বোলিং। অথচ আমাদের বিরুদ্ধে এই ম্যাচটার আগে ওর সর্বোচ্চ রান ছিল মাত্র ৩৪। আসলে কোথায় বল করলে ও সুবিধা করতে পারবে না সেটা নিয়ে ছেলেরা কোনও হোমওয়ার্ক করেনি বলে আমার ধারণা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও যেন কোনও ভাবে আমরা একই ভুল না করি। ওদের প্রত্যেক ক্রিকেটার সম্পর্কে ভাল করে খোঁজখবর নিতে হবে।’’

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement