ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়াতে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার রাস্তা খুবই কঠিন হয়ে পড়েছে। তবে অঙ্কের হিসেবে এখনও রয়েছে আশা।
টসেই নির্ধারিত হয়ে যেতে পারে পাকিস্তানের ভাগ্য। নিউজিল্যান্ডের সঙ্গে নেট রান রেটের বিপুল ফারাক পার করতে গেলে আগে ব্যাট করতেই হবে পাকিস্তানকে।
বাংলাদেশ যদি টস জিতে ব্যাট নেয় তবে ওখানেই শেষ হয়ে যাবে পাকিস্তানের আশা। কারণ বাংলাদেশের করা রান প্রথম ওভারে তুলে দিলেও সেমিফাইনালে যেতে পারবে না পাক-বাহিনী।
পাকিস্তান টস জিতে আগে ব্যাট নিলেও যে সুযোগ খুব আশাজনক, তা নয়। তবে আশা থাকবে সে ক্ষেত্রে। তাই সেই আশার আলো দেখার জন্য টস জিততেই হবে পাকিস্তানকে।
পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে, তবে তাঁদের বাংলাদেশকে হারাতে হবে ৩১৬ রানে। অর্থাৎ প্রথমে ব্যাট করে অন্তত ৩৫০ রান তুলতে হবে পাকিস্তানকে।
তারপর বাংলাদেশকে অলআউট করতে হবে ৩৪ রানের মধ্যে। বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর ৩৬ রানে অলআউট হয়েছিল কানাডা, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৩ সালে।
তবে বাংলাদেশের বিরুদ্ধে যদি ৪০০ রান তোলে পাকিস্তান তবে সুযোগ বাড়বে একটু বেশি। কারণ তখন বাংলাদেশকে অলআউট করতে হবে ৮৪ রানে। বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। তাঁরা আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে করেছিল ৪১৭ রান।
ক্রিকেটের তথ্য, অঙ্কের হিসেব আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তানের। তবে সেই অঙ্কের উত্তর বার করতে আজ পাকিস্তানকে খেলতে হবে অতিমানবীয় ক্রিকেট। অপেক্ষায় থাকবে ক্রিকেট বিশ্ব এবং পাকিস্তান সমর্থকরা।