একটি ম্যাচেই রানের পাহাড়ে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে একটি ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে অজিরা রানের এভারেস্ট গড়েছিল। ক্রিকেট মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের দাপটের কথা কে না জানেন! আফগানিস্তানের বোলিং নিয়ে সে দিন রীতিমতো ছেলেখেলা করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। অজিদের ঠিক পরেই রয়েছে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো ছিল ভারতের কাছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হেরে সে বারের টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। বারমুডার বিরুদ্ধে অবশ্য রানের পাহাড় গড়েছিলেন বীরেন্দ্র সহবাগরা।
সর্বনিম্ন রানের রেকর্ড আবার কানাডার। ২০০৩ বিশ্বকাপে লজ্জার ইতিহাস গড়েছিল তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর করে কানাডা।