Sports news

‘পাকিস্তানের উপর আরও একটা স্ট্রাইক...’ টিম বিরাটকে টুইট করে অভিনন্দন অমিত শাহের

রবিবার ম্যাচ শেষ হতেই একটার পর একটা অভিনন্দন বার্তা ফুটে উঠতে শুরু করে টুইটারে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে দেশের প্রায় সমস্ত নেতা-মন্ত্রীরাই টুইট করে অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়াকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০১৯ ১২:১৬
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পাকিস্তানের উপর আরও একটা স্ট্রাইক ভারতের! আর এ বারেও একই পরিণতি হল পাকিস্তানের! ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে এ ভাবেই ভারতকে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Advertisement

রবিবার ম্যাচ শেষ হতেই একটার পর একটা অভিনন্দন বার্তা ফুটে উঠতে শুরু করে টুইটারে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে দেশের প্রায় সমস্ত নেতা-মন্ত্রীরাই টুইট করে অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়াকে। তবে তার মধ্যে সবচেয়ে নজরকাড়া ছিল অমিত শাহের টুইটটি।

টুইটারে অমিত শাহ লেখেন, ‘পাকিস্তানের উপর আরও একটা স্ট্রাইক করল #টিমইন্ডিয়া এবং পরিণতি একই। এই অনবদ্য পারফরম্যান্সের জন্য পুরো দলকে অভিনন্দন। এই জয় সমস্ত ভারতবাসীকে গর্বিত করেছে এবং সকলেই উপভোগ করছেন।’

Advertisement

আরও পড়ুন: ৭-০, বিরাটদের হেলায় পাক বধের নেপথ্য কারণগুলো কী

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের টুইট, ‘ভারতীয় দল অসাধারণ খেলেছে। পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন।’ এ ছাড়া নিতিন গডকড়ী, পীযূষ গয়াল, কিরেন রিজিজু, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট, মেহবুবা মুফতি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের তরফ থেকেও টুইট করে অভিনন্দন জানানো হয়েছে ভারতীয় দলকে।

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারের মার্কশিট, দেখে নিন কত পেলেন বিরাট-রোহিতরা

কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়, ‘পাকিস্তানের বিরুদ্ধে এই অতুলনীয় জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। তোমরা প্রতিনিয়ত দেশকে গর্বিত করে তুলছ। ধন্যবাদ!’

আরও পড়ুন: রোহিত ঝড়, কুলদীপ ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান

রোহিত শর্মার ১৪০ রান এবং বিরাট কোহালির রেকর্ড ভাঙা ৭৭ রানের ইনিংসে ভারত ৫০ ওভারে ৩৩৬ রান তুলে দিয়েছিল। তার উপরে ভারতের বোলিং এবং ফিল্ডিং, সব মিলিয়ে রবিবার ম্যাঞ্চেস্টারে ধরাশায়ী করে দেয় পাকিস্তানকে। পাকিস্তানের বিরুদ্ধে ৮৯ রানে জিতে যায় ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement