জ়াম্পাকে নিয়ে প্রশ্ন, চোট শিখরের

অ্যাডাম জ়াম্পা কি কোনও ভাবে বল বিকৃতি কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়লেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০৪:৫৮
Share:

বিতর্ক: জ়াম্পার সেই ছবি। ছবি: টুইটার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সময় হাতে চোট পেয়েছেন শিখর ধওয়ন। ব্যাট করার পরে তাঁকে ড্রেসিংরুমে দেখা যায় হাতে আইস প্যাক নিচ্ছেন। রবিবার তিনি ফিল্ডিংও করেননি। তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি।

Advertisement

এদিকে অ্যাডাম জ়াম্পা কি কোনও ভাবে বল বিকৃতি কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়লেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে? রবিবার এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। রবিবার ওভালে ভারতের ব্যাটিং চলাকালীন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কে। যেখানে দেখা যায়, অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার পকেটে বারবার হাত ঢোকাচ্ছেন। তার পরে বলটা পালিশ করছেন। যা নিয়েই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। প্রশ্ন উঠছে, পকেট থেকে কী বার করে আনলেন জ়াম্পা? কেউ কেউ তো সরাসরি অভিযোগ করছেন, বলে কিছুটা একটা লাগিয়েছেন তিনি।

বল বিকৃতি কাণ্ডের স্মৃতি এখনও টাটকা অস্ট্রেলিয়া শিবিরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে সিরিশ কাগজ দিয়ে বলকে বিকৃত করেছিলেন ক্যামেরন ব্যানক্রফ্ট। যে ঘটনায় জড়িয়ে থাকার জন্য এক বছর নির্বাসনে ছিলেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। আবার সেই ছায়া অস্ট্রেলীয় ক্রিকেটে ফিরে এল কি না, তা নিয়েই চলছে জোর চর্চা।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement