ICC Women's T20 World Cup

শেফালিদের জন্য গর্বিত কোহালি, আশাবাদী ঝুলন

সিডনি ক্রিকেট মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সেমিফাইনাল ম্যাচ বৃহস্পতিবার পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। একটা বলও খেলা হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০৩:৫৩
Share:

উৎসব: গ্রুপ পর্বে সেরা হওয়ার দৌলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। সিডনির গ্যালারিতে উচ্ছ্বাস ভারতীয় ভক্তদের। গেটি ইমেজেস

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে আগামী অক্টোবরে। তার আগে বৃহস্পতিবার ভারতীয় মহিলা ক্রিকেট দল সেই অস্ট্রেলিয়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত ভারতীয় পুরুষ দলের অধিনায়ক বিরাট কোহালি।

Advertisement

হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দলকে প্রথম বার ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানিয়ে বিরাট বলেছেন, মহিলা দলের এই পারফরম্যান্স গর্ব করার মতো।

গ্রুপ লিগে দুর্দান্ত খেলে সেমিফাইনালে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু সিডনি ক্রিকেট মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সেমিফাইনাল ম্যাচ বৃহস্পতিবার পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। একটা বলও খেলা হয়নি।

Advertisement

হরমনপ্রীতরা ফাইনালে যাওয়ার পরে বিরাটের টুইট, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। তোমাদের পারফরম্যান্সে আমরা গর্বিত। ফাইনালের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’’

রবিবার মেলবোর্নে ফাইনাল খেলবে ভারতের মেয়েরা। এ দিন জেমাইমা রদ্রিগেসরা ফাইনালে ওঠার পরেই টুইট করে তাঁদের অভিনন্দন জানান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও। হরমনপ্রীতের দলের উদ্দেশে তাঁর প্রতিক্রিয়া, ‘‘গ্রুপ লিগে সব ম্যাচ জেতার পুরস্কারটা আজ পেয়ে গেলে তোমরা। অভিনন্দন ভারতের মেয়েরা। রবিবার ফাইনালের জন্য শুভেচ্ছা রইল।’’ পাশাপাশি তাঁর সহজাত রসবোধ নিয়ে বীরু টুইট করেন, ‘‘সেমিফাইনাল ম্যাচটা দেখতে পেলে দারুণ লাগত। কিন্তু ইন্দ্র দেবের আগে কেউ জিততে পারে? পরিশ্রমের ভাল ফল পেল মেয়েরা।’’

সেমিফাইনালে কেন অতিরিক্ত একটা দিন নেই, এ প্রশ্ন উঠছে। ভারতীয় মহিলা দলের আর এক প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর প্রতিক্রিয়া, ‘‘সবাই তো এই নিয়মটা জানত। ভারত গ্রুপ পর্যায়ে দারুণ খেলেছে বলেই তো ফাইনালে গেল। ওরা ফাইনালে যাওয়ারই যোগ্য।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলেছিলাম লর্ডসে। এ বার মেলবোর্নে টি-টোয়েন্টি ফাইনাল খেলবে মেয়েরা। আশা করছি, ভারতের মেয়েরাই চ্যাম্পিয়ন হবে।’’

ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ আবার উচ্ছ্বসিত মহিলা দলের অপরাজিত থাকা নিয়ে। টুইটারে তিনি অভিনন্দন জানিয়ে লেখেন, ‘‘সেমিফাইনাল ম্যাচটা দেখতে পেলে দারুণ লাগত। ফাইনালে ওঠার জন্য হরমনপ্রীতের দলকে অভিনন্দন। গ্রুপ লিগে চারটির মধ্যে চারটে ম্যাচেই জয় পাওয়ার পুরস্কার এই ফাইনালে ওঠা। ভারতের মেয়েদের শুভেচ্ছা জানাচ্ছি রবিবারের ফাইনালের জন্য।’’

প্রতিক্রিয়া জানিয়েছেন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও। তাঁর টুইট, ‘‘ভারতীয় হিসেবে ফাইনালে ওঠার জন্য দারুণ লাগছে। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড দলের মনের অবস্থাও বুঝতে পারছি। কখনও চাইব না আমি নিজে বা আমার দল এই পরিস্থিতিতে পড়ি। কিন্তু নিয়ম যদি এ রকম হয়, তা হলে তো কিছু বলার নেই। অভিনন্দন মেয়েরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement