ICC Test Ranking

ICC Ranking: আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে উইলিয়ামসন, কেরিয়ারের সেরা স্থানে রোহিত

তৃতীয় স্থানে থাকা মার্নাস লাবুশানের থেকে ৬৬ পয়েন্ট পিছিয়ে ভারত অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ১৭:৩৫
Share:

শীর্ষে উইলিয়ামসন, বেশ কয়েক ধাপ এগিয়ে এলেন রোহিত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর আরও একটা পালক কেন উইলিয়ামসনের মুকুটে। আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষে কিউই অধিনায়ক। দ্বিতীয় স্থানে নেমে গেলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। রোহিত শর্মা উঠে এলেন ষষ্ঠ স্থানে। তাঁর কেরিয়ারে এটাই সেরা স্থান।

Advertisement

চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলী। তৃতীয় স্থানে থাকা মার্নাস লাবুশানের থেকে ৬৬ পয়েন্ট পিছিয়ে ভারত অধিনায়ক। পঞ্চম স্থানে রয়েছেন ইংরেজ অধিনায়ক জো রুট। প্রথম দশের মধ্যে রয়েছেন ঋষভ পন্থও। এক ধাপ নেমে সপ্তম স্থানে রয়েছেন তিনি।

ক্রমতালিকায় উন্নতি হয়েছে অজিঙ্ক রহাণের। ১৩ নম্বরে রয়েছেন ভারতের সহ-অধিনায়ক। ১৮ ধাপ উঠে ৪২ নম্বরে রয়েছেন লর্ডসের মাঠে অভিষেকে দ্বিশতরান করা ডেভন কনওয়ে।

Advertisement

বোলারদের ক্রমতালিকাতেও উন্নতি হয়েছে কিউইদের। ১৩ নম্বরে উঠে এসেছেন কাইল জেমিসন। ১১ নম্বরে ট্রেন্ট বোল্ট। বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে রয়েছেন কিউই পেসার টিম সাউদি। অশ্বিন ছাড়া প্রথম দশে কোনও ভারতীয় নেই।

বোলারদের ক্রমতালিকাতেও উন্নতি হয়েছে কিউইদের। ছবি: টুইটার থেকে

অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থানে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। রবীন্দ্র জাডেজা নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে। বেন স্টোকসের সঙ্গে সমান পয়েন্ট তাঁর। চতুর্থ স্থানে রয়েছেন অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement