rishabh pant

‘ঋষভ পন্থ স্পাইডারম্যান’, বলল আইসিসি

তাঁর ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত গোটা বিশ্ব। সেখানে আইসিসি-র তরফে এমন অভিনব উপহার পন্থকে আরও উৎসাহিত করবে, তা বলাই যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ০৯:৪৮
Share:

পন্থের এই ছবিই পোস্ট করে আইসিসি। ছবি: আইসিসি-র টুইটার থেকে

ঋষভ পন্থকে গান উৎসর্গ করল আইসিসি। বুধবার আইসিসি-র টুইটারে পন্থের মুখ বসিয়ে স্পাইডারম্যানের একটা ছবি পোস্ট করে তারা। একটি গানও লেখা রয়েছে সেখানেই।

Advertisement

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচে ব্রিসবেনে চতুর্থ দিনে পন্থকে ‘স্পাইডারম্যান, স্পাইডারম্যান’ গান করতে শোনা যায়। সেই সুত্রেই তাঁকে এই গান উৎসর্গ করেছে আইসিসি। তারা টুইটে স্পাইডারম্যানকে ‘স্পাইডার-প্যান্ট’ বলে লেখে। গাব্বায় পন্থের ম্যাচ জেতানো ইনিংসের কথাও উল্লেখ করা হয়েছে সেখানে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। শেষ দিনে ৮৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান পন্থ। তাঁর ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত গোটা বিশ্ব। সেখানে আইসিসি-র তরফে এমন অভিনব উপহার পন্থকে আরও উৎসাহিত করবে, তা বলাই যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement