West Indies

Marlon Samuels: টি১০ লিগে নিয়ম ভাঙার অপরাধে দোষী সাব্যস্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার

২১ সেপ্টেম্বর থেকে ১৪ দিনের মধ্যে উত্তর দিতে হবে স্যমুয়েলসকে। আইসিসি-র দুর্নীতি দমন শাখার উপর আস্থা রাখছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪১
Share:

দোষী সাব্যস্ত হলেন মার্লন স্যামুয়েলস। —ফাইল চিত্র

চারটি অবৈধ কাজ করার জন্য দোষী সাব্যস্ত হলেন মার্লন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইসিসি। বুধবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়মক সংস্থা।

সংযুক্ত আরব আমিরশাহিতে টি১০ লিগের সঙ্গে যুক্ত থাকার সময় বেশ কিছু নিয়ম ভাঙেন স্যামুয়েলস। আইসিসি বলে, “আমিরশাহি বোর্ডের হয়ে ব্যবস্থা নিল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার মার্লন স্যামুয়েলসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টি১০ লিগে অংশ নিয়ে চারটি নিয়ম ভেঙেছেন স্যামুয়েলস।”

Advertisement

কী কী নিয়ম ভেঙেছেন স্যামুয়েলস? আইসিসি জানিয়েছে টি১০ খেলার সময় উপহার নিয়েছেন তিনি, এমন কিছু সুবিধা নিয়েছেন যার কোনও রসিদ দেখাতে পারেননি। তদন্তে সাহায্য করেননি স্যামুয়েলস এবং ইচ্ছাকৃত ভাবে তদন্তে দেরি করিয়েছেন।

২১ সেপ্টেম্বর থেকে ১৪ দিনের মধ্যে উত্তর দিতে হবে স্যমুয়েলসকে। আইসিসি-র দুর্নীতি দমন শাখার উপর আস্থা রাখছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement