ইয়ান চ্যাপেল। ছবি: সংগৃহীত।
ভারতীয় দলের কোচ বিতর্ক নিয়ে অনেকেই ইতিমধ্যেই মুখ খুলেছেন। এ বার দেখা গেল সেই বিতর্কে বিরাট কোহালি অভাবনীয় ভাবে পাশে পাচ্ছেন প্রাক্তন এক অস্ট্রেলীয় ক্রিকেটারকে। তিনি, ইয়ান চ্যাপেল।
চ্যাপেল পরিবারের আর এক সদস্য গ্রেগ, ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত কোচ হলেও তাঁর দাদা মনে করেন, এ সব ক্ষেত্রে অধিনায়কের মতটাকেই প্রাধান্য দেওয়া উচিত।
নিজের কলামে ইয়ান চ্যাপেল লিখেছেন,‘‘কোনও অধিনায়কের ওপর যদি এক জন কোচকে চাপিয়ে দেওয়া হয়, তা হলে এমন কাউকে দেওয়া উচিত, যার সঙ্গে সেই অধিনায়ক ঠিক মতো কাজ করতে পারবে।’’ এর পরে নাম করে গ্রেগ চ্যাপেলের দাদা লিখেছেন, ‘‘রবি শাস্ত্রীর সঙ্গে বিরাট কোহালির যে সম্পর্ক ছিল, সেটা অনিল কুম্বলের সঙ্গে ছিল না। রবি যখন ভারতীয় টিম ডিরেক্টর ছিল, তখন থেকেই কোহালির সঙ্গে ওর ভাল সম্পর্ক। সেই শাস্ত্রীকেই আবার কোচ করে নিয়ে এল ভারত। তাই একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক। যে জিনিসটা ভেঙে যায়নি, সেটা বদলানোর কী দরকার ছিল?’’
সেই পালা বদলের পর আবার কোহালি-শাস্ত্রী জুটির দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে গল টেস্ট দিয়ে। দু’দিনের প্র্যাকটিস ম্যাচ খেলে যেখানে পৌঁছে গিয়েছেন কোহালিরা। প্র্যাকটিস ম্যাচে দেখা গিয়েছে ব্যাটসম্যানরা প্রায় সবাই রানের মধ্যেই আছেন।
চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়া রোহিত শর্মা ফিরে এসেছেন শ্রীলঙ্কা সফরে। বোর্ডের ওয়েবসাইটে রোহিত বলেছেন, ‘‘টেস্টের আগে কিছুটা ম্যাচ প্র্যাকটিস পাওয়া খুব জরুরি। বিশেষ করে আপনি যদি কিছু দিনের জন্য দলের বাইরে চলে যান। প্র্যাকটিস ম্যাচে খেলে ভালই লাগল। তবে আমাদের মোটামুটি সবাইকে সুযোগ দিতে হয়েছিল, তাই বেশি সময় ক্রিজে থাকা যায়নি।’’
শুধু প্র্যাকটিস ম্যাচেই নয়, টেস্ট ম্যাচের জন্যও ভারতের মিডল অর্ডারে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। এই অবস্থায় আপনি নিজেকে কোথায় দেখছেন? প্রশ্নের জবাবে রোহিত বলেছেন, ‘‘এটা খুব স্বাভাবিক ব্যাপার। যে কোনও ফর্ম্যাটের ক্রিকেটই হোক না কেন, আমাদের টিমে এই প্রতিযোগিতাটা চলে। এটা খুবই ভাল ব্যাপার। তা হলে সবাই সব সময় নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকে।’’ রোহিত এটাও পরিষ্কার করে দিয়েছেন, নিজের টিমে থাকা বা ব্যাটিং অর্ডার নিয়ে তিনি কখনও চিন্তিত নন। ‘‘কত নম্বরে ব্যাট করব বা আদৌ টিমে সুযোগ পাব কি না, এ সব ব্যাপার নিয়ে আমি একদম ভাবি না। আমার হাতে যেটা আছে, সেটা ঠিকঠাক করার চেষ্টা করি।’’
রোহিত বলে থাকেন, কোনও সিরিজের আগে তিনি কোনও নির্দিষ্ট লক্ষ্য স্থির করে রাখেন না। এ বারও সেই ফর্মুলা মেনেই এগোচ্ছেন তিনি। রোহিত বলছিলেন, ‘‘বছরের পর বছর ধরে আমি যে ভাবে প্রস্তুতি নিই, এ বারও সে রকম ভাবেই এগোচ্ছি। আমি মাঠে নেমে খেলাটা উপভোগ করতে চাই। এটা করেই আমি সফল হয়েছি।’’