তিনি টেস্ট ক্রিকেট ছেড়েছেন প্রায় দু’বছর। অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছেন বিরাট কোহালির হাতে। কিন্তু ফর্মের শিখরে থাকা অবস্থায় কেন যে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে নিশ্চিত নন কেউই। আর এ বার ধোনির অবসর নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ডিরেক্টর রবি শাস্ত্রী।
ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অল রাউন্ডারের মতে, “মহেন্দ্র সিংহ ধোনি যে অবস্থায় খেলা ছেড়েছেন, সেই অবস্থায় অন্য যে কোনও ক্রিকেটার অনায়াসে কয়েক বছর খেলে দিত। ধোনি সিদ্ধান্তটা জানানোর পর একটা প্রশ্নই তাঁকে করেছিলাম, কেন? দল থেকে ধোনি চলে যাওয়ায় হঠাত শূন্যতার সৃষ্টি হয়েছিল।”
২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন ধোনি। এর পর অবশ্য ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলেছেন তিনি।
আরও পড়ুন:
দু’টো টিমকে স্লেজ করতে দেখলেও অবাক হব না