Mahmudullah

ধোনির মতো ম্যাচ শেষ করতে চাই, বললেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান

ধোনির এতটাই ফ্যান তিনি যে অবসর সময়ে প্রাক্তন ভারত অধিনায়কের ইনিংস দেখেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০২০ ১৩:২৪
Share:

ধোনির ম্যাচ শেষ করার দক্ষতা শিখতে চান মাহমুদুল্লাহ। ছবি: পিটিআই।

মহেন্দ্র সিংহ ধোনির বড় ভক্ত তিনি। মাহি যেমন ম্যাচ নিয়ন্ত্রণ করেন, তিনিও চান ম্যাচের উপরে তেমনই প্রভাব বিস্তার করতে। ইনি বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ।

Advertisement

ধোনির এতটাই ফ্যান তিনি যে অবসর সময়ে প্রাক্তন ভারত অধিনায়কের ইনিংস দেখেন মাহমুদুল্লাহ। তাঁর কথায়, ‘‘যে ভাবে ধোনি নিজেকে নিয়ন্ত্রণ করে, তা এক কথায় অসাধারণ। ভারতীয় দলের হয়ে পাঁচ-ছয় নম্বরে ব্যাট করতে নামে ধোনি। আমি যখন অবসর সময়ে বসে থাকি, তখন ধোনির খেলা ইনিংসগুলো দেখি। অনেক সময়ে ধোনির লাইভ খেলাও দেখেছি। ওর খেলা দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি।’’

আরও পড়ুন: সতীর্থদের মিস করছেন রোহিত, দ্রুত মিলিত হতে চান​

Advertisement

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সেরা ফিল্ডার কে? সুরেশ রায়না বললেন...​

মাহমুদুল্লাহর নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতকে হারিয়েছে বাংলাদেশ ধোনি যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেন, মাহমুদুল্লাহও সে ভাবেই ম্যাচ নিয়ন্ত্রণ করতে চান। তিনি বলছেন, ‘‘ওয়ানডে ক্রিকেটে ৫০-এর বেশি গড় এবং ৯০-এর বেশি স্ট্রাইক রেট রাখা খুবই কঠিন। ধোনি ঠিক সেটাই করে গিয়েছে ওর কেরিয়ার জুড়ে। শেষ পর্যন্ত টিকে থেকে যে ভাবে ম্যাচ শেষ করে ফেরে, তা অনবদ্য। আমিও ধোনির মতোই পাঁচ-ছয় নম্বরে ব্যাট করি। আমিও ধোনির মতো ম্যাচ শেষ করতে চাই। ওকে দেখে অনেক কিছু শিখি। ক্রিকেটবিশ্বে ধোনির যথেষ্ট প্রভাব রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement