I league

মহামেডানের হয়ে খেলতে কলকাতায় বাংলাদেশ অধিনায়ক

বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। এই মরসুমে মহমেডানের হয়ে খেলবেন জামাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ২০:৪০
Share:

কলকাতায় এলেন জামাল। —নিজস্ব চিত্র

আই লিগে খেলতে কলকাতায় পৌঁছলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। এই মরসুমে মহমেডানের হয়ে খেলবেন জামাল।

৩০ বছরের এই মিডফিল্ডার কলকাতা পৌঁছে বলেন, “দারুণ খুশি মহমেডানে খেলার সুযোগ পেয়ে। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে থাকি। এই ক্লাবের ইতিহাস আমাকে আকৃষ্ট করে। নতুন দেশ, নতুন অভিজ্ঞতার জন্য আমি তৈরি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ক্লাবের হয়ে।” ময়দানের গুঞ্জন মহমেডানের টিডি হতে পারেন মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তী।

Advertisement

জামাল জন্ম ডেনমার্কে। সেখানেই তাঁর ফুটবল শিক্ষার শুরু। বাংলাদেশে শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেলের মতো ক্লাবে খেলেছেন তিনি। সইফ স্পোর্টিং ক্লাব থেকে তিনি লোনে এলেন মহমেডানে। বাংলাদেশের হয়ে ৪৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন: বিক্রিত ৭২ হাজারের বেশি ‘ভূতুড়ে টিকিট’, তবু দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা জার্মানিতে

Advertisement

আরও পড়ুন: লিগ কাপের সেমিতে ম্যাঞ্চেস্টার ডার্বি, জিতে আরও এক ধাপ উঠল রিয়াল​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement