সিরিজ শেষে স্টিভ স্মিথ-বিরাট কোহালি। ছবি: রয়টার্স।
বিরাটের টুইট দেখে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ কিছুটা সমস্যায় পড়ে গিয়েছেন। বুঝতে পারছেন না ভারত অধিনায়কের তালিকায় তিনি কোন জায়গায় আছেন। যদিও তাঁর জন্য এখন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ অতীত। সামনে আইপিএল। ধোনিকে সরিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে পুণে সুপার জায়ান্টসের অধিনায়কের দায়িত্ব। তাই এখন সেটা নিয়েই ভাবতে চাইছেন স্মিথ। তার মধ্যে বিরাটের টুইটে কিছুটা মনসংযোগের ব্যাঘাত ঘটেছে। তিনি এখন ভাবতে বসেছেন, সেই কয়েক জনের তালিকায় তিনি আছেন কি না। বিরাট টুইটে বলেন, সে দিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি পুরো অস্ট্রেলিয়া দল সম্পর্কে বলেননি। বরং বিশেষ কয়েক জনের কথা বলতে চেয়েছেন। সেটা শুনে স্টিভ স্মিথের মনে হয়েছে, সেই কয়েকজনের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন কি না।
আরও খবর: ‘অস্ট্রেলীয় ক্রিকেটাররা বন্ধু নয় এমন আদৌ বলিনি, কথা বিকৃত হয়েছে’
স্মিথের মুখে অধিনায়ক রাহানের প্রশংসাও শোনা গেল। শেষ টেস্টের পর বিরাটের সঙ্গে তুলনা শুরু হয়েছে রাহানের। স্মিথ বলেন, ‘‘রাহানে কুল। মাঠের মধ্যে খুব সচেতন থাকে। যেখানে বিরাট খুব আক্রমণাত্মক আর আবেগ প্রবণ।’’