দেশে ফেরার পর হিমা দাস।
১৮ বছরের হিমা দাস। ভারতীয় অ্যাথলেটিক্সে সদ্য উঠে আসা একটি নাম। অসম থেকে উঠে এসে অলিম্পিক্সে পদকও এনে দিয়েছেন। সেই ছোট মেয়েকে মনোনীত করা হয়েছে অর্জুন পুরস্কারের জন্য। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর সবুজ সঙ্কেত দিলেই এ বছরেই অর্জুন উঠবে তাঁর হাতে।
তাঁর নাম অর্জুনের জন্য মনোনীত হওয়ায় অবাক হয়েছেন হিমা। তিনি বলেন, ‘‘এই বছরই আমি অর্জুন পাব ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো আগামী বছর পেতে পারি।’’ এশিয়ান গেমসের আগে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ড থেকে সোনা জিতে ফিরেছিলেন। মঙ্গলবারই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে তাঁকে। সেই অনুষ্ঠানে গিয়েই তাঁর চমকের কথা বললেন হিমা।
এশিয়ান গেমসে হিমার ঝুলিতে এসেছে তিনটি পদক। মহিলাদের ৪০ মিটার রিলেতে সোনা জয়ের পাশাপাশি ৪০০ মিটার ব্যক্তিগত ও ৪০০ মিটার মিক্স রিলেতে রুপো পেয়েছেন তিনি। এখনও চলছে সংবর্ধনার পালা। অনুশীলন শুরু করতে পারেননি। হিমা বলেন, ‘‘এই বছরটা শেষ। আগামী বছর তিনটি ইভেন্ট রয়েছে। সাউথ এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ। প্রত্যেকটা ইভেন্টের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে।’’
আরও পড়ুন
চায়না ওপেনের প্রি-কোয়ার্টারে সিন্ধু, ছিটকে গেলেন সাইনা
বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর আরও তিনটি পদক এসেছে হিমার ঝুলিতে এশিয়ান গেমস থেকে। তবুও বিশ্ব চ্যাম্পিয়নশিপকেই এগিয়ে রাখছেন তিনি। তিনি বলেন, ‘‘ফিনল্যান্ড (বিশ্ব চ্যাম্পিয়নশিপ)-এর দৌড়টাই আমার সব থেকে পছন্দের। এশিয়ান গেমসের সেমিফাইনালও।’’
৪০০ মিটার ব্যক্তিগত ইভেন্টে হিমা সময় করেছিলেন ৫০.৭৯ সেকেন্ড। জিতেছিলেন রুপো। এ বার লক্ষ্যটা কী? হিমা বলেন, ‘‘আমার মাথায় কিছু টার্গেট রয়েছে। আমি তা একটা একটা করে করব। আমার থেকে মানুষের অনেক আশা। আর আমি সেখানে পৌঁছব। আমি এশিয়ান গেমসে ৫০.৭৯ সময় করেছি। সময়ের উন্নতি করতে হবে।’’