বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের যাবতীয় দায় আমার: মাহমুদুল্লাহ

ভুলতে পারছেন না কিছুতেই। একটা রান নিতে পারলেন না? ভেবে ঘুমতে পারেননি অনেক রাত। ঘুরে ফিরে আসছে টি২০ বিশ্বকাপে ভারতের কাছে ১ রানে হারের ভয়ঙ্কর স্মৃতি। তাই হয়তো মাহমুদুল্লাহ নিজের ঘারেই নিচ্ছেন পুরো দায়। নিজেই বলছেন, ‘সেন্সলেস মিসটেক’। যেটা দলকে হারের মুখে ঠেলে দিয়েছে। ১৪৭ রানের লক্ষ্যে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ১৩:২০
Share:

সে দিন আউট হওয়ার পর। ফাইল চিত্র।

ভুলতে পারছেন না কিছুতেই। একটা রান নিতে পারলেন না? ভেবে ঘুমতে পারেননি অনেক রাত। ঘুরে ফিরে আসছে টি২০ বিশ্বকাপে ভারতের কাছে ১ রানে হারের ভয়ঙ্কর স্মৃতি। তাই হয়তো মাহমুদুল্লাহ নিজের ঘারেই নিচ্ছেন পুরো দায়। নিজেই বলছেন, ‘সেন্সলেস মিসটেক’। যেটা দলকে হারের মুখে ঠেলে দিয়েছে। ১৪৭ রানের লক্ষ্যে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল সহজেই তারা হারিয়ে দেবে ভারতকে। সেখান থেকে এই হার যেন কিছুতেই ভুলতে পারছেন না বাংলাদেশের কোনও ক্রিকেটারই। মাহমুদুল্লাহর দায়টা যেন একটু বেশিই। শেষ সময় ব্যাট হাতে ক্রিজে ছিলেন তিনিই। তখন দু’রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু ছক্কা হাঁকানোর লোভে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। মাহমুদুল্লাহ বলেন, ‘‘তার পরও আশা ছিল কিন্তু হল না। আসলে পুরোটাই আমার দোষ। আমি একটা খারাপ ভুল করেছিলাম। আর এই হারের জন্য আমিই দায়ী।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘আমি সবার কাছে ক্ষমা চাইছি। হতাশায় এতদিন কিছু বলতে পারিনি। কিন্তু এর পর এরকম অবস্থায় আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করব।’’ এই হার থেকে যে তিনি এখনও বেরিয়ে আসতে পারেননি সেটা বুঝিয়ে দিল তাঁর এই স্বীকারোক্তি। বলেন, ‘‘আমি কী ভাবে সব ভুলে যাব। আমি আর মুশফিক যখন ব্যাট করছিলাম তখন একবারও মনে হয়নি হেরে যাব। ওই সময় দারুণ দুটো বাউন্ডারির পর মুশফিকের আউটটাও বড় ধাক্কা ছিল দলের কাছে। তার পর আমার আউটটা কেউ ভাবতেই পারেনি। এটা একটা সত্যি বড় ভুল।’’ মাহমুদুল্লাহর আরও খারাপ লাগছে এটা ভেবে যে ওই বলটা ছক্কা হাঁকানোর মতোই ছিল। কিন্তু মাহমুদুল্লাহ সেটা কাজে লাগাতে পারেননি। বললেন, “একটা বড় জয়ই আবার মানসিক ভাবে আমাদের ফিরিয়ে আনতে পারে খেলার মধ্যে, ফিরিয়ে আনতে পারে আত্মবিশ্বাস।”

আরও পড়ুন:
আইপিএল অভিষেকেই জোড়া উইকেট মুস্তাফিজুরের

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement