হাসি ড্রেসিংরুম ছেড়ে হঠাত্‌ই আজ ধারাভাষ্যে

দক্ষিণ আফ্রিকা টিম রোববারের ম্যাচে এখনকার অনেক ওয়ান ডে টিমের মতো মাঠের ঠিক বাইরে ডাগআউটে বসুক বা সাবেকি প্রথা মেনে এমসিজি ড্রেসিংরুমে। অন্যতম পরামর্শদাতা মাইক হাসিকে তারা নিজেদের মধ্যে পাচ্ছে না।

Advertisement

গৌতম ভট্টাচার্য

মেলবোর্ন শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৪৭
Share:

শনিবার দক্ষিণ আফ্রিকা প্র্যাকটিসে কার্স্টেনের সঙ্গে মাইক হাসি। ছবি: গেটি ইমেজেস।

দক্ষিণ আফ্রিকা টিম রোববারের ম্যাচে এখনকার অনেক ওয়ান ডে টিমের মতো মাঠের ঠিক বাইরে ডাগআউটে বসুক বা সাবেকি প্রথা মেনে এমসিজি ড্রেসিংরুমে। অন্যতম পরামর্শদাতা মাইক হাসিকে তারা নিজেদের মধ্যে পাচ্ছে না।

Advertisement

হাসি বসবেন স্টার টিভির ভাষ্যকার বক্সে। কালকের ম্যাচের তিনি অন্যতম ধারাভাষ্যকার। সন্ধের দিকে এমন খবর ছড়িয়ে যাওয়ায় বিস্ময়ের সৃষ্টি হয়। টিমের সঙ্গে থাকা পেশাদার কী করে দল ছেড়ে এত বড় ম্যাচে কমেন্ট্রি করতে চলে যেতে পারেন? দক্ষিণ আফ্রিকান মিডিয়া ম্যানেজার অবশ্য স্বীকার করে নেন যে হাসিকে তাঁরা এই ম্যাচের জন্য ছেড়ে দিয়েছেন।

এমনিতে দক্ষিণ আফ্রিকা টিমে হাসি অন্যতম পরামর্শদাতা হলেও তাঁর ওপর ডে’ভিলিয়ার্সরা বিশেষ ভাবে নির্ভরশীল। হাসি শুধু অস্ট্রেলিয়ার মাঠে জেতার জন্য কী ভাবে প্ল্যানিং করতে হবে সেটাই বলছেন না, টিমের সঙ্গে নাকি একেবারে মিশে গিয়েছেন, এমনই দাবি দক্ষিণ আফ্রিকানদের।

Advertisement

সৌরভ খবরটা প্রথম জানতে পারার পর শনিবার সন্ধেয় তাঁর সহ ভাষ্যকার শন পোলককে টিপ্পনি কাটলেন, “তোমাদের খুব একটা ক্ষতি হবে না কী বলো? এতগুলো কোচ আছে তোমাদের। একটা মাইনাস হলেই বা কী আসে যায়?” পোলক হাসলেন, “যা বলেছ!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement