শুধুই হতাশা। ছবি: এএফপি।
বহু প্রাজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে টি২০ না কি এক ওভারের খেলা। ছ’টা বলেই নাকি পাল্টে দিতে পারে গোটা ম্যাচের ছবি। বুধবার রাতের পর থেকে বাংলাদেশ ক্রিকেটে এই ব্যবধানটা কমে দাঁড়াল তিন বলের। অভিশপ্ত ওই তিনটে বলই যে জেতা ম্যাচ হারিয়ে দিল মাশরফিদের।
কাল ম্যাচের পর শুধুমাত্র ড্রেসিংরুম নয়, হতাশায় ভেঙে পড়েছিল গোটা দেশ। সবার একটাই প্রশ্ন— কী করে এমন ম্যাচ হারা সম্ভব? দুর্ভাগ্য না চাপ, ঠিক কী কারণে কালকের হার, তা যেন ম্যাচের বারো ঘণ্টা পরেও বুঝে উটতে পারছে না বাংলাদেশ। না হলে মোট ৪০ ওভারের ম্যাচে ৩৯.৩ ওভার কর্তৃত্ব করে কোনও দল আজ পর্যন্ত হেরেছে? চাপকেই বা কী ভাবে দোষ দেবেন তাঁরা? শেষ তিন বলে যখন দু’রান দরকার, তখন যে ক্রিজে টিমের অভিজ্ঞতম জুটি। তাঁরা কী করে এমন ভুল করলেন? সবচেয়ে কাছাকাছি যে হারের কথা ক্রিকেটপ্রেমীদের মনে পড়ছে, তা হল বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দু’রানে হার। কিন্তু সেখানেও এমন কর্তৃত্ব দেখাতে পারেনি দল। তার উপরে কী অবস্থায় কাল খেলল মাশরফিরা? তাসকিনের মতো পেসারকে ছাড়া নামার চাপ। পুরোপুরি ফিট না থাকলেও মুস্তাফিজুর, তামিমদের খেলানোর চাপ। কিন্তু সব চাপ টপকেও মাশরফিরা যা খেলল তা প্রশংসা পেয়েছে বিশ্বের সব মহল থেকেই। কিন্তু ওই যে, চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্বটা থেকেই গেল।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আজ একটা কথাই ভাসছে— বুধবার ভারত জেতেনি, বাংলাদেশ হেরেছে।
আরও পড়ুন:
লড়েও হল না শেষ রক্ষা, এবারের জন্মদিনটা কান্নাতেই ভেজা সাকিবের