Cricket

ব্রিসবেনে ইতিহাস ভারতের, অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে রাহানে, রোহিতদের উৎসব

সত্যিই চ্যাম্পিয়নের মতো খেলেছে টিম ইন্ডিয়া।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৮:৩১
Share:
০১ ১৪

সত্যিই চ্যাম্পিয়নের মতো খেলেছে টিম ইন্ডিয়া।

০২ ১৪

সিরিজ যত এগিয়েছে, ভারতীয় দলের টিম স্পিরিটও তত বেড়েছে।

Advertisement
০৩ ১৪

অস্ট্রেলিয়ার মাটিতে ফের উড়ল ভারতের তেরঙা।

০৪ ১৪

পৃথ্বী শ, ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটাররা রিজার্ভ বেঞ্চে। এটা থেকেই বোঝা যাচ্ছে ভারতীয় দলের শক্তি।

০৫ ১৪

গাব্বার গ্যালারিতে এভাবেই ভিড় করেছিলেন ভারতীয় সমর্থকরা।

০৬ ১৪

শেষ টেস্টের নায়ক ঋষভ পন্থ। তাঁর ব্যাটিং হাসি ফুটিয়েছে রোহিত, বুমরা, রাহানেদের মুখে।

০৭ ১৪

এই প্রথম ব্রিসবেনে ভিকট্রি ল্যাপ ভারতীয় দলের।

০৮ ১৪

জুনিয়রদের এগিয়ে দিয়ে অধিনায়ক অজিঙ্ক রাহানে রয়েছেন আড়ালেই।

০৯ ১৪

এই সিরিজে উঠে এসেছেন মহম্মদ সিরাজ, নবদীপ সাইনিদের মতো তরুণরা।

১০ ১৪

যেহেতু শেষ টেস্ট ব্রিসবেনে ছিল, কেউই ভারতীয় দলকে নিয়ে আশাবাদী ছিলেন না।

১১ ১৪

দ্বিতীয় ইনিংসে ১৩৮ বলে অপরাজিত ৮৯ রান করে নায়ক ঋষভ পন্থ।

১২ ১৪

ওপেন করতে নেমে শুভমন গিল দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রানের জন্য শতরান পাননি।

১৩ ১৪

পন্থ, সাইনিদের জয়ের মুহূর্তে হতবাক হ্যাজেলউড, পেন, স্মিথরা।

১৪ ১৪

ম্যাচের পর এই সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন অজিঙ্ক রাহানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement