IPL 2020

নির্বাসিত শাকিবের পরিবর্ত হিসেবে যাঁদের কথা ভাবতে পারে সানরাইজার্স হায়দরাবাদ

শাকিবের জায়গায় তা হলে কে খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে? বাংলাদেশের অলরাউন্ডারের পরিবর্ত হতেই পারেন এই পাঁচ ক্রিকেটারের মধ্যে কোনও একজন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৪:২৩
Share:
০১ ১১

আইসিসি ২ বছরের জন্য নির্বাসিত করেছে বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানকে। দু’বছরের মধ্যে এক বছর ‘স্থগিত নিষেধাজ্ঞা’। অর্থাৎ শাকিব ক্রিকেট থেকে পুরোপুরি বাইরে থাকবেন এক বছর। ফলে আগামী বছর আইপিএলে খেলতে দেখা যাবে না তাঁকে। শাকিবের জায়গায় তা হলে কে খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে? বাংলাদেশের অলরাউন্ডারের পরিবর্ত হতেই পারেন এই পাঁচ ক্রিকেটারের মধ্যে কোনও একজন।

০২ ১১

মাহমুদুল্লাহ —ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ। টি টোয়েন্টি ম্যাচ খেলার ভাল অভিজ্ঞতা রয়েছে তাঁর। ব্যাট ও বল হাতে সম্প্রতি ভাল পারফরম্যান্সও করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে মাহমুদ্দুলুহার স্ট্রাইক রেট ১২০।

Advertisement
০৩ ১১

৯৯টি উইকেট তাঁর ঝুলিতে। এতেই বোঝা যাচ্ছে অলরাউন্ডার হিসেবে মাহমুদ্দুলাহ যে কোনও দলকে নির্ভরতা দিতে পারেন। শাকিবও এই কাজটাই করে থাকেন। ফলে আগামী আইপিএলে শাকিবের জায়গায় মাহমুদ্দুল্লাহকে দেখা যেতেই পারে।

০৪ ১১

মোজেস হেনরিকে — ২০০৯ সালের আইপিএলে প্রথম বার দেখা গিয়েছিল মোজেস হেনরিকে-কে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সে বার হেনরিকে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। গত বারের আইপিএল নিলামে কিংস ইলেভেন পঞ্জাব নিয়েছিল হেনরিকে-কে।

০৫ ১১

টপ অর্ডারে ব্যাট করতে নামেন তিনি। নিউ সাউথ ওয়েলস-এর এই অলরাউন্ডার সিম বোলিং করতে পারেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আগেও খেলেছেন তিনি। ফলে পুরনো দলে ফিরতেই পারেন হেনরিকে।

০৬ ১১

ক্রিস ওকস— শাকিবের পরিবর্ত হিসেবে সানরাইজার্স নিতেই পারে ক্রিস ওকসকে। আইপিএলে দুই মরসুমে (২০১৭, ২০১৮) ২৫টি উইকেট নিয়েছেন তিনি।

০৭ ১১

হায়দরাবাদের সম্পদ হতে পারেন ওকস। নতুন বলে শুরু করতে পারেন তিনি। ইনিংসের শেষের দিকেও বল করতে দক্ষ। বড় শটও মারতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানরা তো বড় শটই খেলে থাকেন। পরের দিকে নেমে ইংল্যান্ডের হয়ে দ্রুত রানও করেছেন কয়েকটি ম্যাচে। ফলে শাকিবের জায়গায় তাঁকে নিতেই পারে সানরাইজার্স।

০৮ ১১

জেমস নিশাম — বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ড অলরাউন্ডারের। গত এক বছরে নিশাম নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেটও বেশ ভাল। খুব সহজেই বোলারকে তুলে ফেলতে পারেন গ্যালারিতে।

০৯ ১১

বল হাতেও তিনি দক্ষ। শাকিব চলে যাওয়ায় একজন বিদেশি অলরাউন্ডারের দরকার সানরাইজার্স-এর। কিউয়ি ক্রিকেটারকে সানরাইজার্সের জার্সি পরে খেলতে দেখা যেতেই পারে।

১০ ১১

গ্লেন ম্যাক্সওয়েল— বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েল। তিনি চলতে শুরু করলে যে কোনও কঠিন টার্গেটই খুব সহজ বলে মনে হয়। গত বার নিলাম থেকে নাম তুলে নিয়েছিলেন ম্যাক্সওয়েল। নিজের ক্রিকেটে নজর দেবেন বলেই অজি ক্রিকেটার নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

১১ ১১

বলটাও করতে পারেন তিনি। ম্যাক্সওয়েলকে যে কোনও ফ্র্যাঞ্চাইজিই দলে নিতে চাইবে। শাকিবের জায়গায় সানরাইজার্স ম্যাড ম্যাক্স-কে দলে নিলে অবাক হওয়ার কিছু নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement