India VS South Africa

ধর্মশালায় বৃষ্টির আশঙ্কা, ভেস্তে যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচই

হাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ধরমশালায়। যা সত্যি হলে, সিরিজের প্রথম একদিনের ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ১৪:২৮
Share:

গত সেপ্টেম্বরে এই মাঠেই বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ছবি: পিটিআই।

বৃষ্টি পণ্ড করে দেবে না তো ম্যাচ! ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের আগে এমনই আশঙ্কা কিন্তু ঘুরছে ক্রিকেটমহলে।

Advertisement

হাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ধরমশালায়। যা সত্যি হলে, সিরিজের প্রথম একদিনের ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হবে। গত বছর ধর্মশালাতেই ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ছিল। কিন্তু, প্রবল বৃষ্টিতে ধুয়ে যায় সেই ম্যাচ। একটি বলও খেলা হয়নি। এ বার একদিনের সিরিজের প্রথম ম্যাচের আগেও তেমন আশঙ্কা বাড়ছে।

আরও পড়ুন: বন্ধ হোক আইপিএল, এ বার আবেদন মাদ্রাজ হাইকোর্টে​

Advertisement

আরও পড়ুন: লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারিয়ে রঞ্জি ফাইনালে চাপে বাংলা​

এমনিতে, বিরাট কোহালির দল সদ্য নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। রান পাননি অধিনায়ক কোহালিও। ফলে, মারাত্মক চাপের মধ্যে তিনি। এই সিরিজে আবার চোট সারিয়ে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন শিখর ধওয়ন, হার্দিক পাণ্ড্য ও ভুবনেশ্বর কুমার। তিন জনই চাইবেন দ্রুত ছন্দে ফিরতে।

অন্য দিকে কুইন্টন ডি ককের দল সদ্য টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে। তা ছাড়া দলে ফাফ দু’প্লেসি ও রাসি ভ্যান ডার দুসেনের অন্তর্ভুক্তি শক্তি বাড়াচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement