প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র
কিংবদন্তি ফুটবলার প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার শনিবারও কোনও উন্নতি হয়নি। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থাতেই ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন কোচ ও ফুটবলার পিকে। তাঁর সঙ্গে কাউকে এখন দেখা করতে দেওয়া হচ্ছে না। কথাও বলছেন না তিনি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেশি রাত থেকেই সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সফল ক্লাব কোচ। তাঁর পরিবারের লোকজন, শুভানুধ্যায়ীরা তিরাশি বছর বয়সি পিকে-র আরোগ্য কামনায় হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন কবে বাড়ি ফিরবেন ভারতীয় অলিম্পিক্স দলের প্রাক্তন অধিনায়ক।
হাসপাতালের তরফে এ দিন জানানো হয়েছে যে, হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য পিকের শরীরে পেসমেকার বসানো হয়েছে। বুকে যে সংক্রমণ হয়েছে, তা সারানোর চেষ্টা চলছে। নতুন মেশিন দিয়ে বুকে জমে থাকা কফ বার করার চেষ্টা চলছে। মেডিক্যাল বোর্ডের ডাক্তাররা পিকে-র পরিস্থিতি নিয়ে বেশ কয়েকবার আলোচনায় বসেছেন। গত ৭ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি আছেন তিনি।