লোঢা কমিটির নির্দেশে আইপিএল থেকে সাসপেন্ড হওয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছিল চেন্নাই সুপার কিংগস। সেই মামলায় এ দিন হাইকোর্ট নোটিশ পাঠাল ভারতীয় বোর্ডকে। পাশাপাশি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় বিহার ক্রিকেট সংস্থাকে তৃতীয় পক্ষ হিসাবে বক্তব্য রাখার অনুমতিও দিয়েছে। বিহার ক্রিকেট সংস্থার আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট আইপিএল সিক্সে গড়াপেটা ও স্পট ফিক্সিংয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল। মামলার পরবর্তী শুনানি ২৭ অগস্ট।