অবসর: আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না আমলাকে। ফাইল চিত্র
পনেরো বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ইতি টানলেন হাসিম আমলা। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান বৃহস্পতিবার জানিয়ে দিলেন, কোনও ফর্ম্যাটের ক্রিকেটেই তিনি আর দেশের হয়ে মাঠে নামবেন না। তবে ঘরোয়া ক্রিকেট যে খেলে যাবেন, তা জানিয়ে দিয়েছেন আমলা।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার খারাপ পারফরম্যান্সের পরেই প্রশ্ন উঠে গিয়েছিল বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে। অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি পর্যন্ত বলেছিলেন, ‘‘আমাদের এই দলটায় অনেক রদবদল আসতে চলেছে।’’ এর আগে ডেল স্টেন টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই পুরোপুরি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান।
নিজের বিবৃতিতে পরিবার থেকে শুরু করে সতীর্থ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রশাসক— সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমলা। পরিসংখ্যানের দিক দিয়ে দেখলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মহারথীদের তালিকায় খুব উঁচুতেই থাকবেন আমলা। ১২৪ টেস্টে ৯২৮২ রান। গড় ৪৬.৬৪। সেঞ্চুরি ২৮। দক্ষিণ আফ্রিকার একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৩১১। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসও খেলেছিলেন আমলা। ওয়ান ডে ক্রিকেটেও কিন্তু পিছিয়ে ছিলেন না এই প্রতিভাবান ব্যাটসম্যান। ১৮১ ম্যাচে ৮১১৩ রান, সর্বোচ্চ ১৫৯। দীর্ঘ সময় ধরে ওয়ান ডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন আমলা। ৪৯.৪৬ গড় নিয়ে ওয়ান ডে কেরিয়ার শেষ করলেন তিনি। স্ট্রাইক রেট নব্বইয়ের কাছাকাছি। ওয়ান ডে-তে সেঞ্চুরি সংখ্যা ২৭। যা দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ।
আমলার অবসরের সিদ্ধান্ত শোনার পরে তাঁর এক সময়কার সতীর্থ শন পোলক টুইট করেন, ‘‘কী অসাধারণ এক ক্রিকেট অধ্যায়ের অংশ হয়ে থাকলে তুমি। সেই নব্বইয়ের দশকের শেষ দিকে কিংসমেডে তোমাকে প্রথম দেখেছিলাম। ওয়েল ডান।’’