Euro Cup 2020

Euro 2021: এখন হাসতে হাসতে কাঁদছেন হ্যারির স্ত্রী কেট

রবিবার ইটালির বিরুদ্ধে ইউরো কাপের ফাইনালে নামবে হ্যারির ইংল্যান্ড। তার আগে ইংরেজ অধিনায়ককে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্ত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ০১:১৭
Share:

সপরিবারে হ্যারি কেন। ছবি সংগৃহীত।

সহজে কাঁদেন না। কিন্তু এখন কাঁদছেন কেট কেন। হ্যারি কেনের স্ত্রী। হ্যারিই তাঁকে কাঁদাচ্ছেন। আর সেই কান্নার কথা হাসতে হাসতে জানিয়েছেন কেট নিজেই।

Advertisement

রবিবার ইটালির বিরুদ্ধে ইউরো কাপের ফাইনালে নামবে হ্যারির ইংল্যান্ড। তার আগে ইংরেজ অধিনায়ককে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্ত্রী। সেখানেই কান্নার কথা জানিয়েছেন কেট। হ্যারিকে ‘এইচ’ বলে সম্বোধন করে তিনি লিখেছেন, ‘তুমি তো জান, সহজে আমার চোখে জল আসে না। কিন্তু তুমি আমাদের কতটা গর্বিত করেছ, তুমি দেশের জন্য কী করছ, সে কথা লিখতে বসে আর নিজেকে ধরে রাখতে পারলাম না।’

ছোটবেলা থেকে হ্যারি এবং কেট বন্ধু। দু’জনে একসঙ্গে স্কুলে যেতেন। সেই দিনগুলোর কথা মনে করে কেট লিখেছেন, ‘আমি, তুমি, আমার ভাই টম, আমাদের পোষ্য সিমাস, আমরা একসঙ্গে বেড়াতে যেতাম। টম আর সিমাসের সঙ্গে আমার চারপাশে পেনাল্টি পেনাল্টি খেলতে। আমার খুব হাসি পেত। তুমি বলতে, একদিন ইংল্যান্ডের অধিনায়ক হবে। তুমি এরকমই। নিজের সামনে একটা লক্ষ্য স্থির করেছিলে। সেই লক্ষ্য পূরণ হয়েছে।’

Advertisement

দীর্ঘদিন পরিবার, স্ত্রী, সন্তানদের ছেড়ে দলের সঙ্গে রয়েছেন। অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেট। সঙ্গে রয়েছে দুই মেয়ে আইভি, ভিভিয়েন এবং ছেলে লুইস। কেট লিখেছেন, ‘তুমি সত্যিই একজন ভাল স্বামী এবং বাবা। বাচ্চারা তোমাকে দেখবে বলে ছটফট করছে। ওরা যখন বড় হয়ে যাবে, তখন ওদের এই সাফল্যের কথা বলব। ভেবেই কীরকম লাগছে। অধিনায়ক, আমরা সবাই তোমাকে খুব ভালবাসি। এ বার দেশের জন্য তোমরা ট্রফি নিয়ে এস। দুর্দান্ত একটা ইংল্যান্ড দল নিয়ে যোগ্য হিসেবে ট্রফি তোলার অধিকার তোমাদের আছ‌ে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement