বিধ্বংসী: চোট সারিয়ে ভয়ঙ্কর মেজাজে ফিরেছেন হার্দিক। টুইটার
পিঠে অস্ত্রোপচারের পরে মাঠে ফেরা হার্দিক পাণ্ড্যকে শুক্রবার বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা গেল। মুম্বইয়ে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে তিনি অপরাজিত ১৫৮ রান করলেন মাত্র ৫৫ বলে। বাউন্ডারি মারলেন ছ’টি। ছক্কা ২০টি!
হার্দিক এই টুর্নামেন্ট খেলছেন রিলায়েন্স ওয়ান-এর হয়ে। শুক্রবার সেমিফাইনালে তাঁদের খেলা ছিল বিপিসিএলের বিরুদ্ধে।
ক্রিকেটমহল মনে করছে, হার্দিক যে ভাবে খেলছেন তাতে তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে দলে জায়গা পাওয়া সময়ের অপেক্ষা। শুক্রবার সন্দীপ শর্মা, সিলভেস্টার ডি’সুজা, ভারতীয় দলের অলরাউন্ডার শিবম দুবেদের বোলিংয়ের বিরুদ্ধে তিনি আক্ষরিক অর্থে মারমুখী হয়ে উঠেছিলেন। চোট সারিয়ে মাঠে ফেরা শিখর ধওয়ন সেমিফাইনালে সুবিধে করতে পারেননি। তিনি ৩ রানে ফিরে যান।
এ দিন রাতেই ছিল ফাইনাল। সেই ম্যাচে অবশ্য শিখর ধওয়ন ৬৯ রান করলেন। হার্দিক আউট হন শূন্য রানে। শেষ পর্যন্ত তাদের দল হেরে যায় ইন্ডিয়ান অয়েলের বিরুদ্ধে।