Hardik Pandya

ছেলের পাঁচ মাসের জন্মদিনে আবেগঘন পোস্ট হার্দিকের

বুধবার হার্দিক যে ছবি পোস্ট করেছেন সেখানে তিনি একটি চেয়ারে বসে আছেন। কোলে হাসিমুখে তাঁর ছেলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২২:১১
Share:

ছেলেকে কোলে নিয়ে হার্দিক পাণ্ড্য। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম।

দেখতে দেখতে পাঁচ মাস বয়স হয়ে গেল হার্দিক পাণ্ড্যর সন্তান অগস্ত্যর। ছেলের জন্মদিনে আবেগঘন পারিবারিক ছবি পোস্ট করলেন এই ভারতীয় ক্রিকেটার।

Advertisement

চলতি বছরের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছিলেন হার্দিক। ৩০ জুলাই তাঁদের প্রথম সন্তান অগস্ত্যর জন্ম হয়।

বুধবার হার্দিক যে ছবি পোস্ট করেছেন সেখানে তিনি একটি চেয়ারে বসে আছেন। কোলে হাসিমুখে তাঁর ছেলে। পাশেই দাঁড়িয়ে নাতাশা। সামনে সান্তা ক্লজের ছবি দেওয়া একটি সুন্দর কেক।

Advertisement

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় আজহার, অক্ষত রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক

অস্ট্রেলিয়া সিরিজে সীমিত ওভারের ফরম্যাট খেলে ফিরে এসেছেন হার্দিক। একদিনের সিরিজে ৩ ম্যাচে ২১০ রান করেন। তিনিই ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী।

আরও পড়ুন: দলে ফের একাধিক পরিবর্তন? দেখে নিন তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement