স্ত্রী গীতা বসরার সঙ্গে হরভজন সিংহ। ছবি: টুইটার
স্ত্রী গীতা বসরার করবা চৌথের ছবি টুইটারে পোস্ট করে ট্রোলড হলেন হরভজন সিংহ। ৯ অক্টোবর ছিল করবা চৌথ। স্বামীর মঙ্গলকামনায় এই দিনটিতে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন ভারতীয় মহিলারা। এই দিনটিতে করবা চৌথ পালন করেছেন হরভজনের স্ত্রী গীতা বসরাও। করবা চৌথের সে ছবি টুইটারে পোস্ট করেন ভাজ্জি।
আরও পড়ুন: নজির গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় শ্রীলঙ্কার
আরও পড়ুন: নেহরাকে ব্যঙ্গ করে টুইটারে ট্রোলড জনসন
গীতা বসরার ছবি টুইট করে ভাজ্জি লেখেন, “শুভ করবা চৌথ। খাওয়াদাওয়া করে নাও, আমি নিশ্চিত, তোমার খুব খিদে পেয়েছে!”
ভাজ্জির এই টুইটের পরই একের পর এক বিতর্কিত মন্তব্য ধেয়ে আসতে থাকে তাঁকে কেন্দ্র করে। এক জন লেখেন, “দেখেও খারাপ লাগে এক জন শিখ এই রকম ভন্ডামি করছে। শ্রী গুরু গ্রন্থ সাহিবজি-র মতে এটা ভন্ডামি!”
আরেক জন লেখেন, “কোনও কিছু বলার আগে তার সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। ব্রত রাখা শিখ ধর্মে নিষিদ্ধ। একে কুসংস্কার বলে মনে করা হয়।