ক্ষুব্ধ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল বাছাই নিয়ে প্রশ্ন ভাজ্জির।
কীসের ভিত্তিকে ভারতীয় দল বাছাই করা হচ্ছে, তা বুঝে উঠতে পারছেন না হরভজন সিংহ। এমএসকে প্রসাদের নেতৃত্বে বর্তমান নির্বাচক কমিটির বাছাই করা দল দেখে নাকি এমনই মনে হচ্ছে ভারতীয় তারকা স্পিনারের।
টেস্টে ত্রিশতকের মালিক করুণ নায়ারকে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ছ’টি টেস্টে বসিয়ে রাখার পরে তাঁকে আসন্ন টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। এ বার সেই তালিকায় হরভজনও চলে এলেন। তিনি মঙ্গলবার সংবাদসংস্থাকে বলেন, ‘‘এই রহস্যের সমাধান হওয়া দরকার। তিন মাস ধরে মাঠের বাইরে বসে থাকার পরে একটা ছেলে কী করে পরের সিরিজে দলে থাকার অযোগ্য হয়ে গেল, সেটাই তো বোঝা যাচ্ছে না।’’ আন্তর্জাতিক ক্রিকেটে সাতশোর উপর উইকেট নেওয়া স্পিনার বলছেন, ‘‘বিশ্বাস করুন, কীসের ভিত্তিতে দল বাছা হচ্ছে তা বুঝতে বেশ বেগ পেতে হচ্ছে আমাকে। কাউকে সাফল্য পাওয়ার জন্য অনেক বেশি সুযোগ দেওয়া হয়, আবার কাউকে সুযোগ না দিয়েই ব্যর্থ বলে দেওয়া হয়।’’
ইডেনে টেস্ট হ্যাটট্রিক করা স্পিনারের প্রশ্ন, ‘‘হনুমা বিহারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল খেলতে না পারলে কী হবে? যদিও তা কখনওই চাইব না। কিন্তু যদি এমন হয়, তখন কি আবার করুণ নায়ারকেই ডাকবেন নির্বাচকেরা? কোনও ম্যাচ না খেলিয়েই তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে। এই অবস্থায় গেলে ওখানে তার আত্মবিশ্বাস থাকবে?’’
টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এর পরে আরও বিস্ফোরক প্রশ্ন তোলেন। টিম ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচকদের মধ্যে আদোও কোনও বোঝাপড়া আছে কি না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘নির্বাচকেরা তাকে দলে রাখা সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট টানা পাঁচটি টেস্টে করুণকে প্রথম দলে সুযোগ দিল না। এর মানেই হল ওর ওপর কোনও আস্থা নেই টিম ম্যানেজমেন্টের। আমার প্রশ্ন হল, ইংল্যান্ড সিরিজের দলে করুণকে রাখার সময় কি অধিনায়কের সঙ্গে ওর ব্যাপারে কথা বলে নিয়েছিলেন? যদি তা না হয়, তা হলে কি তারা টিম ম্যানেজমেন্টের পছন্দের দল নিয়ে আদোও ঠিকমতো ভেবেছিলেন?’’
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে এই বিষযগুলো শুধরে নেওয়া উচিত বলে মনে করেন হরভজন। ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই তারকা ক্রিকেটারের পরামর্শ, ‘‘অস্ট্রেলিয়ায় সফরের আগে এই ভুলগুলো শুধরে নিয়ে দল গড়া উচিত নির্বাচকদের।’’