১৪৭৯ দিন পর ওয়ান ডে দলে হরভজন

টেস্ট টিমে প্রত্যাবর্তনের পর এ বার ওয়ান ডে টিমেও ফিরলেন হরভজন সিংহ। চার বছর পর ওয়ান ডে টিমে ফিরলেন তিনি। জিম্বাবোয়ে সফরের দলে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিদের রাখা হয়নি। দলের নেতৃত্বের দায়িত্বে অজিঙ্ক রাহানে। ১০ জুলাই থেকে শুরু জিম্বাবোয়ে সিরিজে তিনটে ওয়ান ডে আর দুটো টি-টোয়েন্টি খেলবে ভারত। বাংলা থেকে টিমে আছেন মনোজ তিওয়ারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০৩:১৩
Share:

টেস্ট টিমে প্রত্যাবর্তনের পর এ বার ওয়ান ডে টিমেও ফিরলেন হরভজন সিংহ। চার বছর পর ওয়ান ডে টিমে ফিরলেন তিনি। জিম্বাবোয়ে সফরের দলে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিদের রাখা হয়নি। দলের নেতৃত্বের দায়িত্বে অজিঙ্ক রাহানে। ১০ জুলাই থেকে শুরু জিম্বাবোয়ে সিরিজে তিনটে ওয়ান ডে আর দুটো টি-টোয়েন্টি খেলবে ভারত। বাংলা থেকে টিমে আছেন মনোজ তিওয়ারি। সামনের ঠাসা সূচির কথা মাথায় রেখে ধোনি, কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধবন, রোহিত শর্মা, সুরেশ রায়নাদের বিশ্রাম দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক সন্দীপ পাটিল অবশ্য জোর দিয়ে বলেছেন, রবীন্দ্র জাডেজাকে বিশ্রাম দেওয়া হয়নি। গত কয়েক মাসের খারাপ পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ‘‘সিনিয়ররা বিশ্রাম চেয়েছিল। আমরা বাংলাদেশ সফরের পারফরম্যান্সে সন্তুষ্ট নই, কিন্তু ঠাসা সূচির কথা ভেবে ভবিষ্যতের পরিকল্পনা করছি। নতুন এই স্কোয়াডে আমাদের আস্থা আছে,’’ বলেন পাটিল। অপ্রত্যাশিত ভাবে রাহানেকে অধিনায়ক করা নিয়ে তাঁর মন্তব্য, ‘‘ওর ধারাবাহিকতার পুরস্কার এটা।’’

Advertisement

ওয়ান ডে দল: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মুরলী বিজয়, অম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, হরভজন সিংহ, অক্ষর পটেল, কর্ণ শর্মা, ধবল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, সন্দীপ শর্মা।

ভারত এ দল: চেতেশ্বর পূজারা (অধিনায়ক), লোকেশ রাহুল, অভিনব মুকুন্দ, করুণ নায়ার, শ্রেয়স আইয়ার, নমন ওঝা, বিজয় শঙ্কর, অমিত মিশ্র, প্রজ্ঞান ওঝা, শার্দূল ঠাকুর, বরুণ অ্যারন, অভিমন্যু মিঠুন, উমেশ যাদব, শ্রেয়স গোপাল, বাবা অপরাজিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement