Harbhajan Singh

ব্যাটিংয়ে তোমাকে প্রয়োজন দক্ষিণ আফ্রিকার, জন্টিকে খোঁচা ভাজ্জির

পুণে টেস্টে ভারতের ৬০১ রানের জবাবে দুই ইনিংসেই ভেঙে পড়েছিল প্রোটিয়াদের ব্যাটিং। এই অবস্থায় তৃতীয় টেস্টে ব্যাটসম্যান জন্টি রোডসকে দক্ষিণ আফ্রিকার দরকার বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন হরভজন সিংহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ ১৩:০৯
Share:

হরভজন ও জন্টি রোডস।

বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টেস্টে ২০৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। পুণেয় সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৩৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে প্রোটিয়ারা। একই সঙ্গে তিন টেস্টের সিরিজ ০-২ ফলে খুইয়ে বসেছে। সিরিজের তৃতীয় টেস্ট শনিবার থেকে রাঁচীতে।

Advertisement

টেস্ট সিরিজে ফাফ দু’প্লেসির দলের ব্যাটিং-দুর্বলতা বারবার প্রকট হয়েছে। পুণে টেস্টে ভারতের ৬০১ রানের জবাবে দুই ইনিংসেই ভেঙে পড়েছিল প্রোটিয়াদের ব্যাটিং। এই অবস্থায় তৃতীয় টেস্টে ব্যাটসম্যান জন্টি রোডসকে দক্ষিণ আফ্রিকার দরকার বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন হরভজন সিংহ

এই মুহূর্তে ভারতেই রয়েছেন কিংবদন্তি ফিল্ডার জন্টি। প্রাক্তন ক্রিকেটার বাণিজ্যিক কাজের ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে নিজের ছবি পোস্ট করেছেন। আর তা দেখেই সরস মন্তব্য করেছেন ভাজ্জি। তিনি লিখেছেন, ‘রাঁচীতে শেষ টেস্টে তুমি কি খেলতে পারবে? তোমার ব্যাটিং প্রয়োজন দক্ষিণ আফ্রিকার।’ দ্রুত পাল্টা মন্তব্য করেন জন্টি, ‘ওদের আমার চেয়েও বেশি কিছুর প্রয়োজন।’

Advertisement

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ক্রিকেট কবে? সৌরভ বললেন...​

আরও পড়ুন: ঠিক সেই দিনের মতোই তোমাকে চাই, ভাজ্জির টুইটে উত্তর ‘ক্যাপ্টেন’ সৌরভের​

Feels good to be back in the green and gold, even if it is only for a shoot at the iconic #mehboobstudio in Mumbai #stillflying

A post shared by Jonty Rhodes (@jontyrhodes8) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement