Habas avoind Kolkata

আটলেটিকোকে এড়াতে হাবাসের উলটপুরাণ

গত দু’বছর আটলেটিকো কলকাতার হোম ম্যাচের আগের দিন যুবভারতীতে অনুশীলন করানোর জন্য প্রায় পাগল হয়ে যেতেন! এ বার পুণে সিটিতে গিয়েও হোম ম্যাচের আগের দিন বালেওয়াড়ি স্টেডিয়ামেই অনুশীলন করিয়েছেন। জিকোর গোয়ার বিরুদ্ধে শেষ ম্যাচের আগের দিনও নিয়মের ব্যতিক্রম ঘটেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ০৪:১৩
Share:

গত দু’বছর আটলেটিকো কলকাতার হোম ম্যাচের আগের দিন যুবভারতীতে অনুশীলন করানোর জন্য প্রায় পাগল হয়ে যেতেন! এ বার পুণে সিটিতে গিয়েও হোম ম্যাচের আগের দিন বালেওয়াড়ি স্টেডিয়ামেই অনুশীলন করিয়েছেন। জিকোর গোয়ার বিরুদ্ধে শেষ ম্যাচের আগের দিনও নিয়মের ব্যতিক্রম ঘটেনি।

Advertisement

রবিবার সামনে তাঁর ছেড়ে আসা ক্লাব। এবং আন্তোনিও হাবাস সম্পূর্ণ উল্টো রাস্তায় হাঁটলেন! এটিকের মুখোমুখি হওয়ার আগে পুণে কর্তাদের কাছে হঠাৎ-ই হাবাস গোঁ ধরে বসেছেন, ম্যাচের দিন মাঠে ঢোকার আগে পর্যন্ত তাঁর পুরনো ক্লাবের কোনও ফুটবলার, কর্তা, কোচের নাকি মুখোমুখি হতে চান না তিনি। ফলে সব ওলটপালট। সমস্যায় পুণে, আইএসএল লিগ কমিটিও।

বালেওয়াড়ি স্টেডিয়ামে নয়, হাবাসের জন্যই আজ শনিবার পুণে সিটি অনুশীলন করবে ক্লাবের নিজস্ব মাঠে। যা মূল স্টেডিয়াম থেকে অনেকটা দূর। যেখানে পুণের জুনিয়র টিম ও অ্যাকাডেমি ফুটবলারদের অনুশীলন হয়। হাবাসের জেদের জন্য এবড়ো-খেবড়ো সেই মাঠে অনুশীলন করতে হবে এডেল বেটে-আরাতা আজুমিদের। যেখানে ড্রেসিংরুম নেই।

Advertisement

শুধু তাই-ই নয়, জোসে মলিনার টিমের সঙ্গে যাতে ম্যাচের আগে দেখা না হয় সে জন্য পস্টিগা-হিউমরা অনুশীলন ও তাঁদের কোচ প্রেস কনফারেন্স করে যাওয়ার পরে শনিবার স্টেডিয়ামে ঢুকবেন ঠিক করেছেন হাবাস। বাধ্য হয়ে লিগ কর্তারা পুণে কোচের সাংবাদিক সম্মেলন রেখেছেন সন্ধ্যে সওয়া ছ’টায়। এটিকের সাংবাদিক সম্মেলনের পরে। মলিনার টিম অবশ্য শনিবার বিকেলে স্টেডিয়ামেই অনুশীলন করবে। হাবাসের টিমের অনুশীলন কখন তা শুক্রবারও জানাতে পারেননি সংগঠকেরা। সেখানেও লুকোচুরি খেলেন কি না স্প্যানিশ কোচ সেটাঅ দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement